নিজস্ব চিত্র।
ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগেই বীরভূমের সিউড়ির ধান চাষিরা তড়িঘড়ি প্রশাসনের নির্দেশ মেনে ধান কাটার কাজ করছে। চাষিদের যাতে কোনও রকম ক্ষতি না হয় সে কারণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রামে গ্রামে শুরু হয়েছে মাইকিং। সেই মাইকিং শুনে সতর্ক হয়েছেন চাষিরা। আর সেকারণেই তড়িঘড়ি নিজের জমির ধান কেটে বাড়িতে তোলার কাজ শুরু করেছেন তাঁরা।
চাষিরা জানিয়েছেন, যদি আমপানের মত বড় কোনও বিপর্যয় নেমে আসে সে ক্ষেত্রে তাঁদের সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। আর প্রশাসনও তাঁদের বলেছে ধান কেটে নিতে। সে কারণেই তড়িঘড়ি যতটা সম্ভব ধান কেটে বাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন তাঁরা।
বীরভূমের সিউড়ি বিধানসভার বিধায়ক এ বিষয়ে জানিয়েছেন, সাধারণ মানুষকে আগে থেকেই সতর্ক করা হয়েছে। প্রশাসন তাঁদের পাশে রয়েছে। যে কোনও রকম বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষের কোনও অসুবিধা হবে না।