Tarapith

Tarapith: বন্ধ তারাপীঠ, ভিড় বাড়ছে নলাটেশ্বরীতে

ভক্ত বেশি হওয়ায় কিছুটা হলেও খুশি নলহাটিবাসীর একাংশ। তাঁদের অনেক দিনের দাবি, তারাপীঠের মতো নলাটেশ্বরী মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠুক নলহাটিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নলহাটি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৫:১১
Share:

সমাগম: পুণ্যার্থীদের ভিড় নলহাটিতে। রবিবার। নিজস্ব চিত্র।

করোনা আবহে কৌশিকী অমাবস্যায় ভক্ত সমাগম রুখতে পাঁচ দিনের জন্য মা তারার মন্দির বন্ধ। এমন আবহে ভিড় বাড়ছে নলাটেশ্বরী মন্দিরে।

Advertisement

নলাটেশ্বরী মন্দির ট্রাস্ট বোর্ডের সুনীলকুমার মস্করা জানান, তারাপীঠে মা তারার মন্দির বন্ধ থাকায় অনেক ভক্ত নলাটেশ্বরী মন্দিরে পুজো দিতে আসছেন। তবে মাস্ক ছাড়া মন্দির চত্বরে কোনও ভক্তকে যেতে দেওয়া হচ্ছে না। মানা হচ্ছে দূরত্ব বিধিও। তিনি বলেন, ‘‘অমাবস্যার দিনে মন্দিরে ভিড় হতে পারে সেই বিষয়টি মাথায় রেখে পুলিশের সংখ্যা বাড়াবে বলে শুনেছি।’’

তবে ভক্ত বেশি হওয়ায় কিছুটা হলেও খুশি নলহাটিবাসীর একাংশ। তাঁদের অনেক দিনের দাবি, তারাপীঠের মতো নলাটেশ্বরী মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠুক নলহাটিতে। এর জন্য এলাকার বেশ কিছু মানুষজন প্রশাসনের কাছে দাবিও জানিয়েছিলেন। মন্দিরের পাশে রয়েছে ভক্তদের জন্য একটি গেস্ট হাউস। ২৫টি ঘর শনিবার থেকে ভর্তি হয়ে গিয়েছে। এ ছাড়াও অনেক ভক্ত নলহাটির বিভিন্ন হোটেলে ভাড়া নিয়ে আছেন বলে খবর। এ দিন সকাল থেকে নলহাটি জাতীয় সড়কে বিভিন্ন গাড়ি আটকাতে দেখা যায়। কোথায় যাচ্ছে, তার প্রমাণ দেখার পরে গাড়ি ছাড়া হচ্ছিল। কোনও ভক্ত যাতে তারাপীঠমুখী না হতে পারে, সেই বিষয়ে বিশেষ নজরদারি রয়েছে।

Advertisement

কলকাতার থেকে এসেছেন রাজা গুপ্তা। তিনি বলেন, ‘‘বেশ কয়েক বছর ধরে কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠ আসতাম। দু’বছর বন্ধ থাকায় তারাপীঠ মন্দিরের বাইরে থেকে মাকে প্রণাম করে নলাটেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছি। প্রশাসন ও মন্দির কমিটির বিধি নিষেধ না থাকলে সোমবার নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরব।’’

এমন কিছু ভক্ত পেয়ে খুশি সেবায়েত ও মন্দিরের বাইরের পুজোর সামগ্রী বিক্রেতারা। তাঁরা বলছেন, ‘‘কিছু আয় হলে আমাদের খুব ভাল হয়। বিধিনিষেধ মেনেই না হয় সব চলুক। আমরা সহযোগিতা করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement