নিজস্ব চিত্র
নানুরে দুষ্কৃতীদের মারে নিহত সিপিএম কর্মী বাদল শেখের বাড়িতে গেলেন বাম নেতৃত্ব। বাদল শেখের স্ত্রী জারিনা বিবির হাতে শুক্রবার সিপিএমের এই প্রতিনিধি দল ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যও তুলে দেয়। প্রতিনিধি দলে ছিলেন সুজন চক্রবর্তী, রবীন দেব, নানুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান ও বীরভূম জেলা নেতৃত্ব।।
গত ৭ নভেম্বর নভেম্বর দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে ছিলেন বাদল। তাঁর পতাকা উত্তোলনের ছবি পরবর্তীতে ছড়িয়েও পড়েছিল। বাদলের পরিবারের অভিযোগ, সিপিএমের পতাকা তোলার জন্যই সিপিএম কর্মী বাদলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে নানুর থানার পুলিশের তৎপরতায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় ওই সিপিএম কর্মীকে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নানুরের বালিগুনিতে বাদলের বাড়িতে যাওয়ার পর বামেদের প্রতিনিধি দল নানুরের সিপিএম দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। বামফ্রন্টের নেতারা বলেন, ‘‘তৃণমূল সরকারের আমলে মানুষ স্বাধীন ভাবে কথাবার্তা বলতে পারছেন না। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কর্মীকে অন্যদল করতে দেওয়া হচ্ছে না। তার উদাহরণ এই ঘটনাটি। বাদলকে দলীয় পতাকা উত্তোলন করার অপরাধে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আমরা আগামী দিনে আমরা আন্দোলনে যাব।’’