এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
খুন করে ধর্ষণ করবেন, না কি ধর্ষণ করে খুন, কোনটা করবেন তা ঠিক করতে ‘টস’ করলেন যুবক। আর সেই টসের ভিত্তিতেই পরিণতিও বেছে নিলেন। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যা শোরগোল ফেলে দিয়েছে।
ঘটনাটি পোল্যান্ডের। সেখানকার স্থানীয় একটি ওয়েবসাইট ‘এসকা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক কিশোরী অনুষ্ঠান থেকে ফিরছিল। বাসে করে ফিরছিল সে। সেই বাসেই ছিলেন অভিযুক্ত যুবক। একাই ছিল কিশোরী। অনেক রাত হয়ে যাওয়ায় কিশোরীকে ভুলিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে পৌঁছে দু’জনে বেশ কিছু ক্ষণ গল্পও করেন। তার পর কিশোরী ঘুমিয়ে পড়ে।
অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক অনেক দিন ধরেই শিকার খুঁজছিল। আর সেই সুযোগও এসে যায়। জেরায় পুলিশের কাছে অভিযুক্ত দাবি করেছেন, কিশোরীকে নিজের লালসার শিকার করতে চেয়েছিলেন। কিন্তু ঠিক করে উঠতে পারছিলেন না যে, আগে ধর্ষণ করবেন, তার পর খুন, না কি আগে খুন করবেন, তার পর ধর্ষণ। অনেক ক্ষণ বিষয়টি নিয়ে দোটানায় থাকার পর একটি কয়েন নেন। তার পর ‘টস’ করে পরিণতি বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাচক্রে, ‘টস’ অনুযায়ী কিশোরীকে খুন করার পর ধর্ষণের পরিণতি ঠিক হয়। আর টসের ফলাফল ধরেই কিশোরীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন।
পুলিশকে অভিযুক্ত যুবক জানিয়েছেন, কিশোরীর দেহ পুড়িয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু মন বদলে যায়। তাঁর কথায়, ‘‘আমার মনে হয়েছিল খুন করা দরকার। কারণ খুন করতে ভাল লাগে।’’ কিশোরীকে খুনের পর দেহ লোপাটের সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ মুহূর্তে মন বদলে যায়। তার পর নিজেই পুলিশকে ফোন করে খুনের কথা জানান অভিযুক্ত যুবক।