Murder

Bankura: গভীর রাতে বাবা-মায়ের হাতে খুন চার বছরের শিশু, বাঁকুড়ায় দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড

নিজেদের সন্তানকে শ্বাসরোধ করে খুনের মামলায় সোমবার অভিযুক্ত ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ২০:০৩
Share:

ফাইল চিত্র।

স্রেফ সন্দেহের বশে রাতবিরেতে স্ত্রীর সঙ্গে রোজ ঝগড়াঝাটি লেগেই ছিল স্বামীর। এই দাম্পত্যকলহের কারণে বছর দুয়েক আগের এক গভীর রাতে নিজের বাবা-মায়ের হাতে খুন হতে হয়েছিল চার বছরের শিশুপুত্রকে। নিজেদের সন্তানকে শ্বাসরোধ করে খুনের মামলায় সোমবার অভিযুক্ত ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়ার চতুর্থ দায়রা আদালত। এই রায় শুনিয়েছেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়।

Advertisement

২০২০ সালের ৪ মে বাঁকুড়ার বড়জোড়া থানার মোহনপুর গ্রামে সুজিত মণ্ডল ও সূতিকা মণ্ডলের বিরুদ্ধে নিজেদের এক মাত্র শিশুপুত্রকে বাড়িতে খুন করা অভিযোগ ওঠে। আগের রাতে স্বামী-স্ত্রী মিলে সন্তানকে খুন করেছে বলে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তার ভিত্তিতেই সুজিত ও সূতিকাকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশি জেরায় সন্তানকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকারও করে নিয়েছিলেন দম্পতি। পরে ময়নাতদন্তের রিপোর্টেও তাই দেখা যায়।

পরিবার সূত্রে খবর ছিল, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। স্ত্রীর বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে, এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া হত, গালিগালাজ চলত। ২০২০ সালের ৩ মে-র রাতেও নিজেদের মধ্যে ঝামেলা করে দু’জনে মিলে শিশুকে খুন করেছিল। পর দিন সকালে বাড়ির অন্য সদস্যরা শিশুর নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তদন্ত শুরু হওয়ার পর থেকে মোট ১৭ জনের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তার ভিত্তিতে ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয় সোমবার।

Advertisement

বাঁকুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী অরুণকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘‘ঘটনার সমস্ত তথ্য প্রমাণ বিবেচনা করে আদালত সুজিত ও সূতিকাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এর সঙ্গে সুজিতের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদন্ড ও সূতিকার ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement