Coronavirus

পথে কে, দেখতে ‘ড্রোন’ পুরুলিয়ায়

‘লকডাউন’ চললেও কিছু দিন ধরে সকাল হলেই শহরের বড়হাট, চকবাজার, ভাটবাঁধ, অলঙ্গিডাঙা,  স্টেশন এলাকা-সহ নানা জায়গায় ভিড় চোখে পড়ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

পুরুলিয়া শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০৩:৩২
Share:

‘লকডাউন’-র নিয়ম ভেঙে পুরুলিয়া শহরের কোথাও কি জটলা হচ্ছে? হাটের মোড়ে ‘ড্রোন’-এ নজরদারি পুলিশের। সৌজন্যে পুরুলিয়া জেলা পুলিশ

‘লকডাউন’-এর বিধিনিষেধ কতটা মানছেন শহরবাসী, তা নজরে রাখতে ‘ড্রোন’ ওড়াল পুরুলিয়া পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে আকাশে ‘ড্রোন’ নজরে পড়েছে বলে জানান পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা।

Advertisement

‘লকডাউন’ চললেও কিছু দিন ধরে সকাল হলেই শহরের বড়হাট, চকবাজার, ভাটবাঁধ, অলঙ্গিডাঙা, স্টেশন এলাকা-সহ নানা জায়গায় ভিড় চোখে পড়ছিল। নির্দিষ্ট দূরত্ব মেনে কেনাকাটার নিয়ম থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি বলে অভিযোগ ওঠে। বাধ্য হয়ে ধরপাকড় শুরু করে পুলিশ। গত সপ্তাহে বড়হাটের মোড় সংলগ্ন রাস্তা, অলঙ্গিডাঙা মোড় ও রথতলা মোড় এলাকা থেকে পুলিশ মোট ৩৮ জনকে গ্রেফতার করে। পুলিশের দাবি ছিল, ধৃতেরা বিনা কারণে এলাকায় জটলা করছিলেন।

পুলিশি সক্রিয়তায় তার পরে কয়েকদিন মানুষজনকে সে ভাবে রাস্তায় বেরোতে দেখা না গেলেও, পয়লা বৈশাখের পর থেকে কিছু এলাকায় ফের লোকজন আগের মতো রাস্তায় বেরোচ্ছেন বলে খবর আসে পুলিশের কাছে। পাশাপাশি, পুলিশের টহলদার গাড়ি এলাকায় পার হয়ে গেলেই ফের জটলা বা আড্ডা জমছে, এই মর্মেও বিভিন্ন পাড়া থেকে অভিযোগ ওঠে।

Advertisement

এর পরে এ দিন বেলা বাড়তেই আচমকা ‘ড্রোন’ উড়তে শুরু করে শহরের বিভিন্ন এলাকায়। বিশেষ করে যে-যে এলাকাগুলিতে বাজার চলে বা আড্ডার খবর আসছিল, সেই এলাকাগুলিতে চক্কর মারতে দেখা যায় ড্রোনকে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার এস সেলভামুরগন বলেন, “কেউ বিধি ভাঙছেন কি না, তা নজরে রাখতেই ড্রোন ওড়ানো হয়েছে। আমরা বারবার বলছি, নেহাত প্রয়োজন না পড়লে, কেউ বাড়ি থেকে বেরোবেন না। সকলে তা মানছেন কি না, তা দেখতেই এই পদক্ষেপ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement