Coronavirus in West Bengal

আসছে টিকা সিরিঞ্জ

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষ ভাবে প্রস্তুত তিন ধরনের সিরিঞ্জ প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে পাঠানো  হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:৫৬
Share:

প্রতীকী ছবি।

কবে থেকে করোনা প্রতিষেধক দেওয়া হবে, সেটা নিশ্চিত নয়। তবে, ওই প্রতিষেধক দেওয়ার জন্য সিরিঞ্জ আসছে। তার জন্য জায়গা বা ‘ড্রাই স্পেস’ প্রস্তুত করে রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে এমন নির্দেশিকা সদ্য পৌঁছেছে বলেই বীরভূম স্বাস্থ্য জেলা সূত্রে।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষ ভাবে প্রস্তুত তিন ধরনের সিরিঞ্জ প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে পাঠানো হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ৬.৬ কোটি সিরিঞ্জ পৌঁছবে। তার জন্য প্রতিটি স্বাস্থ্য জেলাকে প্রয়োজনীয় জায়গা তৈরি রাখতে হবে। বীরভূম স্বাস্থ্য জেলার সিএমওএইচ হিমাদ্রি আড়ি বলেন, ‘‘সিরিঞ্জ রাখার জন্য জায়গা তৈরি রাখতে বলা হয়েছে। সেই নির্দেশিকা মেনে আমরা তৈরি হচ্ছি। তবে, কবে সিরিঞ্জ আসছে, সেটা বলা যাচ্ছে না।’’ প্রতিষেধক এলে অগ্রাধিকারের তা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবার আগে রয়েছেন যাঁরা, সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘ডেটাবেস’ তৈরির কাজ আগেই শেষ করেছে জেলা স্বাস্থ্য দফতর। বীরভূম স্বাস্থ্যজেলায় ডেটাবেসে রয়েছেন ১৫ হাজার ১০৭ জন। টিকাকরণ শুরু হলে তাঁরাই প্রথম ধাপে পাবেন। টিকা প্রয়োগের জন্য ‘ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম’ (ইউআইপি)-র পরিকাঠামোকেই ব্যবহার করার কথা। প্রস্তুত হচ্ছে সেসবও। এখন কবে আসবে ভ্যাকসিন, সেদিকেই তাকিয়ে সবাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement