Coronavirus in West Bengal

‘যোদ্ধাদের’ অভিনন্দন

নলহাটি ২ ব্লকের তেমনই কয়েক জনকে বৃহস্পতিবার অভিনন্দন জানাল হল জীবনসাথী  নামে একটি সংগঠনের পক্ষ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ০৪:৪৩
Share:

ফুল দিয়ে শুভেচ্ছা। নিজস্ব চিত্র

তাঁরা আক্ষরিক অর্থেই করোনা-যোদ্ধা। জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন তাঁরা। তাঁদের কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ প্রশাসনিক কর্মী, কেউ আশাকর্মী, কেউ কেউ পুলিশ বা সিভিক ভলান্টিয়ার।নলহাটি ২ ব্লকের তেমনই কয়েক জনকে বৃহস্পতিবার অভিনন্দন জানাল হল জীবনসাথী নামে একটি সংগঠনের পক্ষ থেকে।

Advertisement

সংগঠনের সদস্যেরা ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে করোনা-যোদ্ধাদের হাতে তুলে দেন গোলাপ ফুল, মিষ্টির প্যাকেট, বিস্কুট, স্যানিটাজার ও মাস্ক। যাঁরা প্রতিদিন করোনাভাইরাসের মোকাবিলায় রাস্তায় নেমে কাজ করছেন, তাঁরা এমন উপহার পেয়ে অভিভূত। বলছেন, “আমরা মানুষকে সুস্থ রাখতে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। এ দিন রাস্তায় ওই যুবকদের থেকে অভিনন্দন বার্তা পেয়ে আমরা সকলে গর্বিত।’’

ওই সংগঠনের সদস্য সব্যসাচী মণ্ডল, অভিজিৎবিশ্বাসরা বলেন, “আমরা ঘরে বসে লকডাউন পালন করছি। কিন্তু আশাকর্মী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এবং পুলিশ-প্রশাসন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। তাঁদের মনোবল বাড়াতে এবং তাঁদের পাশে সাধারণ মানুষজন আছে, এই বার্তা দিতেই এই প্রয়াস।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement