Coronavirus in West Bengal

‘র‌্যান্ডম’ নমুনা নিতে আজ কিয়স্ক

সিউড়ি পুরসভা এবং স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শহরের কোনও জনবহুল এলাকায় ওই কিয়স্ক বসানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ০২:৩০
Share:

সাবধানতা: করোনা আক্রান্তের খোঁজ মেলার পর জীবাণুনাশক ছড়ানো হচ্ছে। মঙ্গলবার সিউড়ির কড়িধ্যার কালীপুরে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়

পুর-এলাকার বিভিন্ন স্থানে কিয়স্ক বসিয়ে পথচলতি ইচ্ছুক মানুষের লালারসের নমুনা সংগ্রহের কথা আগেই জানিয়েছিল জেলা প্রশাসন। সেই মতো আজ, বুধবার থেকে সিউড়ি শহরে বসানো হবে একটি অস্থায়ী কিয়স্ক।

Advertisement

সিউড়ি পুরসভা এবং স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শহরের কোনও জনবহুল এলাকায় ওই কিয়স্ক বসানো হবে। যাতে বেশি সংখ্যক মানুষের লালারসের নমুনা সংগ্রহ করা যায়। সেই জন্য পুরসভার পক্ষ থেকে বাসস্ট্যান্ড, এসপি মোড় এবং মসজিদ মোড়ের জায়গা চিহ্নিত করা হয়েছে। আজ বাসস্ট্যান্ড এলাকায় ওই কিয়স্ক বসানো হবে। সেখানে ওই এলাকার প্রায় ১৫০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হবে। সেই জন্য মঙ্গলবার পুরসভা এবং স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা গিয়ে যাঁরা লালারসের নমুনা দিতে ইচ্ছুক, তাঁদের নামের তালিকা তৈরি করেছেন।

পুর-কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল ন’টা থেকে ১১টা পর্যন্ত ওই কিয়স্কটি থাকবে। এ ছাড়া সেখানে একটি ক্যাম্পও করা হবে। যাঁরা করোনা পরীক্ষা করাতে চান, তাঁরা সেই ক্যাম্পে গিয়ে নাম লেখাতে পারবেন। পরবর্তী সময়ে তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওই কিয়স্কটি কেবল বাসস্ট্যান্ড নয়, পালা করে শহরের মসজিদ মোড় এবং এসপি মোড়েও নিয়ে যাওয়া হবে।’’ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগামী দিনে সিউড়ি পুরসভাকে একটি স্থায়ী কিয়স্ক দেওয়া হবে।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে খবর, প্রথমে সিউড়ি পুরসভায় এই কিয়স্ক বসানো হচ্ছে। ধাপে ধাপে জেলার বাকি পাঁচটি পুরসভাতেও বসানো হবে। জেলার স্বাস্থ্য কর্তাদের দাবি, করোনা নির্ণায়ক আরটিপিসিআর টেস্ট করায় জেলা স্বনির্ভর হয়েছে।

সিউড়ি জেলা হাসপাতালে বীরভূম ও রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে আসা প্রতিদিন গড়ে সাড়ে তিনশো স্যাম্পেল পরীক্ষা হচ্ছে। এ বার ‘র‌্যান্ডম স্যাম্পলিং’ শুরু হলে সংক্রমণে আরও লাগাম পরানো যাবে বলে আশা স্বাস্থ্য দফতরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement