Coronavirus

বাঁকুড়া মেডিক্যালে আক্রান্ত আট

হাসপাতাল সূত্রে খবর, ক্যানসার বিভাগে আসা দু’জন রোগীর শরীরে করোনা সংক্রমণ মিলেছিল। ওই বিভাগের দু’জন ডাক্তারও আক্রান্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০১:০৪
Share:

চিকিৎসক ও রোগী আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ নিয়ে।

গত তিন দিনে বাঁকুড়া মেডিক্যালে নতুন করে করোনা পজ়িটিভ ধরা পড়লেন আট জন। যাঁদের মধ্যে দু’জন ডাক্তার, এক জন নার্স ও পাঁচ জন রোগী রয়েছেন। বাঁকুড়া মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান রবিবার বলেন, “শুক্রবার রাতে চার জন রোগীর, শনিবার রাতে এক জন নার্স ও নতুন করে একজন রোগী এবং রবিবার মেডিক্যালের ক্যানসার বিভাগের দুই ডাক্তারের করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে।”

Advertisement

বাঁকুড়া মেডিক্যালের ক্যানসার বিভাগে ডে-কেয়ার সেন্টার চলে। ফলে রোগীদের ভর্তি না নিয়ে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, এর আগে ক্যানসার বিভাগে আসা দু’জন রোগীর শরীরে করোনা সংক্রমণ মিলেছিল। এ বার ওই বিভাগের দু’জন ডাক্তার আক্রান্ত হওয়ায় পরিষেবা কী ভাবে চালু থাকবে কি না, তা নিয়ে ধন্দ তৈরি হয়।

অধ্যক্ষ বলেন, “ক্যানসার বিভাগে রোগীদের ভর্তি করতে হয় না। তাই পরিষেবা চালু রাখার সিদ্ধান্তই নিয়েছি আমরা। তবে ওই বিভাগের ডাক্তারদের মধ্যে নতুন করে সংক্রমণ ধরা পড়লে তখন সিদ্ধান্ত বদল করতে হতে পারে।” অধ্যক্ষ জানান, নতুন করে আক্রান্ত ডাক্তার, নার্সদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাঁদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। পাশাপাশি হাসপাতালের সব ক’টি ওয়ার্ডে রোগীদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে।

Advertisement

এর আগে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাঁকুড়া মেডিক্যালের মেডিসিন বিভাগ, শল্যবিভাগ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে অবশ্য হাসপাতালের কোনও বিভাগই বন্ধ নেই বলে জানিয়েছেন অধ্যক্ষ। তবে বিভিন্ন বিভাগের রোগীদের অন্যত্র সরিয়ে জীবাণুমুক্ত করার কাজ চালানো হচ্ছে। হাসপাতাল ভবনে জায়গা সীমিত হওয়ায় কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

অধ্যক্ষ জানান, এই মুহূর্তে মেডিক্যালের ২৫ জনের বেশি ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মী করোনা সংক্রমিত হওয়ায় কাজে যোগ দিতে পারছেন না। এ ছাড়া আরও বেশ কিছু ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিভৃতবাসে রাখা হয়েছে। ফলে কর্মী সঙ্কটও দেখা দিয়েছে মেডিক্যালে। অধ্যক্ষ বলেন, “পরিস্থিতি বিবেচনা করে এখন কেবল খুবই জরুরি রোগীদের আমরা ভর্তি নিচ্ছি। ছোটখাটো অসুখে আক্রান্তদের জেলার অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement