প্রতীকী ছবি।
সৌদি আরব থেকে আসা করোনাভাইরাস সংক্রমণের সন্দেহে ভর্তি করানো ময়ূরেশ্বরের যুবকের নাক ও মুখের লালারসের নির্যাস পরীক্ষায় কোনও করোনা জীবাণু ধরা পড়ল না।
রবিবার দুপুরে কলকাতার নাইসেড থেকে ওই যুবকের রিপোর্ট রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছয়। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সমীরকুমার সিংহ বলেন, ‘‘করোনা সংক্রমণের সন্দেহে ওই যুবকের নাক ও মুখের লালারসের নির্যাস সংগ্রহ করে কলকাতার নাইসেডে পাঠানো হয়। সেই রিপোর্ট
নেগেটিভ এসেছে। তবুও ওই যুবককে রবিবার এবং সোমবার দু’দিন পর্যবেক্ষণে রাখা হবে।’’ রিপোর্টে পেয়ে আশ্বস্ত ওই যুবকের পরিজনেরা। তাঁদের দাবি, ‘‘আমরা প্রথম থেকেই নিশ্চিত ছিলাম যে করোনাভাইরাস সংক্রমণ হয়নি। এখন আরও সুনিশ্চিত হওয়া গেল।’’
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনাভাইরাস সংক্রমণে সন্দেহজনক একজন রোগী ভর্তি হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল সুপার কাম ভাইস প্রিন্সিপ্যাল সুজয় মিস্ত্রি বলেন, ‘‘করোনাভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।’’