৩১ মার্চ পর্যন্ত বন্ধ হাট। বিজ্ঞপ্তি প্রশাসনের। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী
করোনা সংক্রমণের আশঙ্কায় রবিবার থেকে ১৫ দিনের জন্য বন্ধ হল সোনাঝুরির হাট। লোকসানের মুখে পড়তে হবে জেনেও জেলা প্রশাসনের এই নির্দেশিকাকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার জেলা প্রশাসনের তরফে সোনাঝুরি হাটে একটি নির্দেশিকা টাঙিয়ে ৩১ মার্চ পর্যন্ত হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিনিকেতনে প্রকৃতির কোলে প্রতি সপ্তাহে শনিবার হাট বসে। জামা-কাপড় থেকে শুরু করে অলঙ্কার, ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সেই হাট দেখতে ও কেনাকাটা করতে দেশ-বিদেশের পর্যটকেরা শান্তিনিকেতন ঘুরে দেখার পাশাপাশি ভিড় জমান সোনাঝুরির হাটে। এখন আরও জমজমাট হয়েছে সোনাঝুরির হাট। এর মধ্যে শনি-রবিবার সবথেকে বেশি ভিড় হয় হাটে। সেই ভিড়ের মাঝে সংক্রমণ রুখতেই এই নিষেধাজ্ঞা বলে খবর।
রবিবার হাটে গিয়ে দেখা গেল হাট পর্যটকশূন্য। হাট সংলগ্ন এলাকায় স্থানীয় রূপপুর পঞ্চায়েতের তরফ থেকে মাইকে প্রচার করে জানিয়ে দেওয়া হয়, আগামী ১৫ দিন হাট বন্ধ থাকার কথা। হাটে থাকা পুলিশ ক্যাম্পেও একাধিক বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। সরকার এই ভাইরাস মোকাবেলায় তৎপর। কোনও ব্যবসায়ীকে এ দিন হাটে বসতে দেওয়া হয়নি। বিকেলে কিছু পর্যটক এলেও হাট না বসায় নিরাশ হয়ে ফিরতে হয় তাঁদের।
কোচবিহার থেকে আসা অর্পিতা পাল, কলকাতা থেকে আসা রাহুল দাস, শোভা দে-রা বলেন, ‘‘কিছু করার তো নেই। হতাশ হয়েই ফিরতে হবে।’’ বোলপুর-শ্রীনিকেতনের বিডিও শেখর সাই বলেন, ‘‘সোনাঝুরি হাটে দেশ-বিদেশ থেকে নানা ধরনের পর্যটক আসেন। বহু মানুষের সমাগমে সংক্রমণের ঝুঁকি থাকে। তাই জেলা প্রশাসনের তরফ থেকে করোনাভাইরাসের কথা মাথায় রেখে আপাতত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’