Congress

লোকাল ট্রেনের দাবিতে বীরভূমের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ কংগ্রেসের

বীরভূম জেলায় লোকাল ট্রেন চালানোর দাবি তুলল কংগ্রস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৬:৫৩
Share:

কংগ্রেসের ডেপুটেশন। নিজস্ব চিত্র।

বীরভূম জেলায় লোকাল ট্রেন চালানোর দাবি তুলল কংগ্রস। শনিবার জেলার ৯টি স্টেশনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিয়েছে জেলা কংগ্রেস।

Advertisement

প্রসঙ্গত, লোকাল ট্রেন শুরু হলেও এখনও ব্রাত্য বীরভূম জেলা। যার জেরে সমস্যায় সাধারণ মানুষ। প্রত্যেক দিনই কোনও না কোনও স্টেশনে ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ চলছে। সাধারণ যাত্রীরা তো বটেই আন্দোলনে রাজনৈতিক দলগুলিও৷

এ ব্যাপারে কংগ্রেসের জেলা সভাপতি এবং বিধায়ক মিল্টন রসিদ বলেন, ‘‘আমরা আজ জেলার ৯টি স্টেশনে স্মারকলিপি দিয়েছি। ট্রেন চালু হলেই হকার থেকে শুরু করে স্থানীয় ব্যবসাদার সকলেরই সুবিধা হবে৷ সেই কারণেই আমি নিজেও বিধায়ক হিসাবে ট্রেন চালানোর জন্য চিঠি দিয়েছি। আজ ফের স্মারকলিপি দেওয়া হল৷’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement