বিতর্কিত গাছটি।
রাতারাতি কাটা পড়ল একটি প্রাচীন গাছ। ঘটনাটি ঝালদা উচ্চ বিদ্যালয় চত্বরের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবারও স্কুলের মাঠের পূর্ব দিকে প্রাচীন ওই গাছটি দাঁড়িয়েছিল। সোমবার সকালে দেখা যায় গাছটি কেউ বা কারা কেটে ফেলেছে। রাতারাতি আস্ত গাছ কেটে ফেলার খবর ছড়াতেই এলাকার মানুষ স্কুলের মাঠে ভিড় জমান।
কাল, বুধবার ঝালদারই একটি শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আসছেন। ঝালদা উচ্চ বিদ্যালয়ের মাঠেই রাষ্ট্রপতির হেলিকপ্টার নামার কথা। ওই স্কুলের টিচার-ইন-চার্জ স্বপনগুলি মাজি বলেন, ‘‘পুরনো গাছটি রাতের অন্ধকারে কেউ বা কারা কেটে ফেলেছে। অভিযোগ করা হবে কিনা, সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।’’ স্কুল পরিচালন সমিতির সভাপতি বিজনকুমার ঘোষ বলেন, ‘‘এই গাছটি অন্তত চল্লিশ-পঞ্চাশ বছরের পুরনো। এই মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামার কথা রয়েছে। কিন্তু, তার জন্য গাছ কাটতে হলে তো স্কুল কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। আমি বন দফতরের কাছে ঘটনার তদন্ত দাবি করেছি।’’
ডিএফও (পুরুলিয়া) কুমার বিমল জানান, ঝালদায় অনুমতি না নিয়ে কোনও গাছ কাটা হয়েছে, এই মর্মে তাঁর কাছে অভিযোগ জমা পড়েনি। তবে ঝালদার রেঞ্জ অফিসার সুকান্ত ওঝা জানিয়েছেন, ঝালদায় এই ব্যাপারে একটি অভিযোগ হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, এই মর্মে কোনও অভিযোগ হয়নি।