Suri

পাড়ুইয়ে বিজেপি নেতার বাড়িতে আগুন

বিমলের দাবি, গোটা ঘটনার সূত্রপাত হয়েছে মঙ্গলবার সকালে। এ দিন বিমলের বাড়ি সংলগ্ন আদিবাসী পাড়ায় বাহা পরব উপলক্ষে পাড়ার ছেলেরা বক্স বাজিয়ে অনুষ্ঠানের আয়োজন করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ০৭:৫২
Share:

পাড়ুইয়ের রাধাকৃষ্ণপুর গ্রামে পুড়ে যাওয়া বাড়ি। বুধবার। নিজস্ব চিত্র

পাড়ুইয়ের কসবা পঞ্চায়েতের অন্তর্গত রাধাকৃষ্ণপুর গ্রামে বিজেপি বুথ সভাপতি বিমল সর্দারের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে। স্ত্রী ও সন্তানকে নিয়ে বিমল বাড়ি থেকে বেড়িয়ে যেতে সমর্থ হলেও বাড়ির দলিল-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছে বলে অভিযোগ বিমলের। পাড়ুই থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।।

Advertisement

বিমলের দাবি, গোটা ঘটনার সূত্রপাত হয়েছে মঙ্গলবার সকালে। এ দিন বিমলের বাড়ি সংলগ্ন আদিবাসী পাড়ায় বাহা পরব উপলক্ষে পাড়ার ছেলেরা বক্স বাজিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। এখন উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষা চলছে। বিমলের ছেলে একাদশ শ্রেণির পরীক্ষার্থী। তাই বক্স বন্ধ রাখতে বলে বিমল। তখন আদিবাসী পাড়ার বেশ কয়েক জন যুবকের সঙ্গে বিমলের বচসা হয়। কিছুটা ধ্বস্তাধস্তিও হয়। স্থানীয় তৃণমূল নেতাকে গোটা বিষয়টি জানান বলে দাবি বিমলের। এর পরে বক্স বাজানো বন্ধও হয়ে যায়।

বিমলের অভিযোগ, মঙ্গলবার রাত প্রায় একটা নাগাদ হঠাৎই নিজের বাড়ির খড়ের চালে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। কিন্তু আগুনে পুরো বাড়ি পুড়ে গিয়েছে। অনেক নথি নষ্ট হয়ে গিয়েছে। বিমলের অভিযোগ, “বচসার কারণে এমন কাণ্ড ঘটতে পারে। তবে আমি বিজেপির কর্মী। ২০২১ সালে আমি বেশ কিছু দিন তৃণমূলের অত্যাচারের গ্রাম ছাড়াও ছিলাম। তাই এর পিছনে কোনও রাজনৈতিক ইন্ধন আছে কি না, তাও খতিয়ে দেখা উচিত।”

Advertisement

তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘এটা দুষ্কৃতীদের কাজ। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং এর পিছনে যেই থাকুক তার উপযুক্ত শাস্তি হোক।’’ পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের নামে অভিযোগ হয়েছে। তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement