Lalan Sheikh Death

লালন মৃত্যুরহস্যের তদন্তে সিআইডির কাছে গোপন জবানবন্দি নিহতের স্ত্রী রেশমার

সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর তদন্তে সোমবার রামপুরহাটে পৌঁছন সিআইডি-র ডিআইজি সোমা দাস মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট  শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ০০:৩২
Share:

বগটুই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখ। ফাইল চিত্র।

সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছে। এ বার তাঁর স্ত্রী রেশমা বিবির গোপন জবানবন্দি নিল সিআইডি। মঙ্গলবার সিআইডি-র গেস্ট হাউসে রেশমাকে ডেকে পাঠানো হয়। সেখানেই ডিআইজি সোমা দাস মিত্রের উপস্থিতিতে নেওয়া হয়েছে জবানবন্দি।

Advertisement

লালনের মৃত্যুর তদন্তে সোমবার রামপুরহাটে পৌঁছন সোমা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি রামপুরহাট আদালতে যান। এর পর তিনি স্থানীয় পুলিশের সঙ্গে বৈঠক সেরে বগটুইয়ে লালনের শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে তিনি যান সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। যেখানে গত ১২ ডিসেম্বর লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।

লালন-মৃত্যুর তদন্তে বেশ কিছু অসঙ্গতি থাকার অভিযোগ তুলে ক’দিন আগেই কলকাতা হাই কোর্ট সঠিক তদন্তের জন্য সিআইডি-র ডিআইজিকে নির্দেশ দেয়। সেই নির্দেশ মতো সোমবার দুপুর দুটো নাগাদ রামপুরহাট সেচ কলোনির সার্কিট হাউসে ওঠেন সোমা দাস মিত্র। পৌঁছেই লালনের মৃত্যু-তদন্তে নিযুক্ত সিআইডি-র তিন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে লালনের স্ত্রীকেও ডাকা হয়েছিল। দু’ঘণ্টারও বেশি সময় রেশমার সঙ্গে কথা বলেন সোমা। কী কথা হয়েছে, তা নিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলেননি রেশমা। তবে সিআইডি-র ডিআইজি তদন্তে আসায় তিনি খুশি বলে জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement