বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। ফাইল ছবি।
কল্যাণী এমসে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানার চাকরি সংক্রান্ত তদন্তে এ বার তাঁকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। শুক্রবার দুপুর ১টা নাগাদ সিআইডি-র একটি দল বাঁকুড়ার কানকাটা এলাকায় বিধায়কের বাড়িতে যায়। সূত্রের খবর, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করেন তদন্তকারী আধিকারিকরা। টানা দু’ঘণ্টারও বেশি সময় ধরে জেরা চলে। মৈত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবীও।
গত ১ এপ্রিল কল্যাণী এমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটার পদে যোগ দেন বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী। তিনি কাজে যোগ দেওয়ার কিছু দিন পর বিজেপিরই এক নেতা কেন্দ্রীয় নেতৃত্বকে অভিযোগ জানান মৈত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের সুপারিশে এমসে চাকরি পেয়েছেন। এর পর মুর্শিদাবাদের এক চাকরিপ্রার্থীও নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ তুলে কল্যাণী থানায় অভিযোগ জানান। ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য মৈত্রীকে তলব করেন তদন্তকারীরা। সূত্রের খবর, সেই সময় মৈত্রী সিআইডি-র কাছে ১০ দিন সময় চেয়ে নেন। এর পর শুক্রবার সিআইডি-র চার সদস্যের দল নিলাদ্রির বাঁকুড়ার কানকাটার বাড়িতে গিয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এর আগে উত্তর ২৪ পরগনার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি-র গোয়েন্দারা।