Accident

খেলতে খেলতে নিখোঁজ, পুরুলিয়ায় বাড়ির কাছেই পুকুরে ভেসে উঠল শিশুর দেহ

বাড়ির অদূরে একটি পুকুরে রাতে কয়েক ঘণ্টা তল্লাশি চালান, খোঁজ পাওয়া যায়নি তখনও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৪:১৩
Share:

নিজস্ব চিত্র

নিখোঁজ হয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার হল আড়াই বছর বয়সের এক শিশুর মৃতদেহ। পুলিশ জানায় মৃতের নাম অয়ন কুমার। বাড়ি টামনা থানার কটলুই গ্রামে। গ্রামবাসীরা জানিয়েছেন, বুধবার সকালে বাড়ির বাইরে খেলা করছিল সে। হঠাৎই সেখান থেকে উধাও হয়ে যায় শিশুটি। তারপর আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা আসেন। বাড়ির অদূরে একটি পুকুরে রাতে কয়েক ঘণ্টা তল্লাশি চালান তাঁরা। সেই সময় খোঁজ পাওয়া যায়নি শিশুটির। গ্রামবাসীরা ওই শিশুর খোঁজ পেতে তার ছবি দিয়ে নিখোঁজ হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানান। অবশেষে বৃহস্পতিবার বাড়ির অদূরে ওই পুকুরেই নিখোঁজ ওই বালকের মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কেন ওই শিশুর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement