পুরুলিয়া থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। ফাইল চিত্র।
২০২১ সালের বিধানসভা ভোটের পর বুধবার প্রথম বার পুরুলিয়ায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। জানালেন, পুরুলিয়ায় ফিল্ম সিটি হবে। শুধু রঘুনাথপুরেই ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে।
মমতার কথায়, ‘‘অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি, বান্দোয়ান— সব জায়গায় উন্নয়ন হয়েছে। মনে রাখবেন, রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্প হবে। লক্ষাধিক ছেলেমেয়ে চাকরি পাবে।’’ এর পর তিনি জানান, পুরুলিয়ায় হায়দরাবাদের ফিল্ম সিটির আদলে একটি ফিল্ম সিটি হবে। বলেন, ‘‘পুরুলিয়ায় অনেক বাইরের লোক বেড়াতে আসেন। শ্যুটিংও হয়। গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুরুলিয়ায় একটা ফিল্ম সিটি তৈরি করব। যেমন হায়দরাবাদে আছে। একটা বিমানবন্দরও তৈরি করব পুরুলিয়ায়।’’
জঙ্গলমহল এলাকায় এমএসএমই বা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মাধ্যমে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আবারও কেন্দ্র একশো দিনের কাজের টাকা দিচ্ছে না বলে বঞ্চনার অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘গত ডিসেম্বর থেকে আমার গরিব ভাইবোনেরা, যারা একশো দিনের কাজ করছে, তাদের মাইনের টাকা দিচ্ছে না।’’ হুঁশিয়ারির সুরে মমতা বলেন, ‘‘হয় একশো দিনের টাকা দাও, না হলে বিজেপি সরকার বিদায় নাও।’’ আগামী ৫ এবং ৬ জুন ব্লকে ব্লকে এ নিয়ে আন্দোলনে নামার কথা বলেন তিনি।