Anubrata Mondal

কেষ্টর মেয়ের পর এ বার ভাগ্নের দিকেও নজর সিবিআইয়ের! রতনকুঠিতে ডেকে জিজ্ঞাসাবাদ

বুধবার সকালে রাজার বোলপুরের বাড়িতে যান সিবিআইয়ের দুই আধিকারিক। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন অনুব্রতর ভাগ্নে। তাঁর হাতেই নোটিস তুলে দেন আধিকারিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৩:২২
Share:

অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষকে এ বার তলব সিবিআইয়ের। — ফাইল চিত্র।

গরু পাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সংস্থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) নোটিস দিয়েছে বুধবার। ওই একই দিন কেষ্টর ভাগ্নে রাজা ঘোষকেও জিজ্ঞাসাবাদের নোটিস পাঠিয়েছে সিবিআই। বুধবার সকালে রাজার বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দিয়ে আসেন সিবিআই আধিকারিকেরা। এর কিছুটা পর রতনকুঠিতে যান রাজা। তাঁকে প্রায় ঘণ্টা দেড়েক জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement

বুধবার সকালে রাজার বোলপুরের বাড়িতে যান সিবিআইয়ের দুই আধিকারিক। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন অনুব্রতের ভাগ্নে। তাঁর হাতেই নোটিস তুলে দেন আধিকারিকরা। রাজা এক সময় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন। বোলপুরে রাজা এবং তাঁর স্ত্রী পারমিতার নামে একটি চালকলও রয়েছে। আগে শান্তিনিকেতনের গুরুপল্লিতে থাকতেন রাজার। বর্তমানে তিনি থাকেন বোলপুরের কাছারিপট্টি এলাকায়। রাজাকে নোটিস দেওয়ার পাশাপাশি, বোলপুরের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারের (এডিএসআর) অফিস থেকে ওই এলাকায় অনুব্রত এবং তাঁর মেয়ের নামে জমিজমা সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সিবিআইয়ের তলব পাওয়ার কিছুটা পরেই বুধবার বেলা সাড়ে ৩টে নাগাদ রতনকুঠিতে যান রাজা। তাঁকে প্রায় ঘণ্টা দেড়েক জিজ্ঞাসাবাদ করা হয়।

বুধবারই গরু পাচার মামলায় ধৃত অনুব্রতের মেয়ে সুকন্যার সংস্থাকে নোটিস দিয়েছে সিবিআই। সূত্রের খবর, আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই সংস্থাটির দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎবরণ গায়েনকে সমস্ত নথি জমা করতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে নানুরের এডিএসআর অফিস থেকেও ওই এলাকায় দু’টি জমি কেনাবেচা সংক্রান্ত তথ্যও চেয়ে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement