সিবিআইয়ের নজরে অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
এ বার সিবিআইয়ের আতসকাচের তলায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চালকলের মালিক রাজীবের ৬৬ লক্ষ টাকা লেনদেন সংক্রান্ত একটি ব্যাপারে তদন্ত করবে তারা।
দীর্ঘ রোগভোগের পর ২০২০ সালে মৃত্যু হয় অনুব্রতের স্ত্রী ছবি মণ্ডলের। ক্যানসার আক্রান্ত স্ত্রীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান অনুব্রত। তার মধ্যে ছিল নিউটাউনের একটি ক্যানসার হাসপাতাল। সিবিআই জানতে পেরেছে, অনুব্রতের স্ত্রী সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মোট ৬৬ লক্ষ টাকা ওই হাসপাতালকে দিয়েছিলেন রাজীব। সেই রসিদ হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।তা হলে কি অনুব্রতের স্ত্রীর হাসপাতালের বিল মিটিয়েছিলেন ব্যবসায়ী রাজীব? যদি তা না হয়, তবে অন্য আর কী কারণে এত টাকা ওই হাসপাতালে পাঠিয়েছিলেন রাজীব? এমনই সব প্রশ্নের উত্তর খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
এই রসিদ হাতে পেয়েছে সিবিআই। নিজস্ব চিত্র।
সিবিআই সূত্রে খবর, অনুব্রতের হয়ে তাঁর একাধিক চালকলের দেখাশোনা করতেন রাজীব। ওই ব্যবসায়ীকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেই সময় এই হাসপাতালে আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসে। সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, এ নিয়ে আবার রাজীবকে তলব করতে পারে তারা।