woman

Pune Crime: তান্ত্রিকের পরামর্শে জনসমক্ষে নিরাবরণ করিয়ে স্নান মহিলাকে, অভিযুক্ত স্বামী, শ্বশুর

তান্ত্রিকের দ্বারস্থ হন ওই মহিলার শ্বশুরবাড়ির লোকেরা। তান্ত্রিক জানান, মহিলা বস্ত্রহীন হয়ে সবার সামনে স্নান করলে পুত্রসন্তানের জন্ম দেবেন।

Advertisement

সংবাদ সংস্থা

পুণে শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১২:৪৫
Share:

তান্ত্রিক এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। প্রতীকী ছবি।

পুত্রসন্তান পেতে তান্ত্রিকের পরামর্শে জনসমক্ষে নিরাবরণ হয়ে মহিলাকে স্নান করানোর অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মহারাষ্ট্রের পুণেতে এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

মহিলার অভিযোগের পর পুণে পুলিশ রবিবার তাঁর স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি এবং মৌলানা বাবা জমাদার নামে ওই তান্ত্রিক-সহ চার জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অভিযোগ, সম্প্রতি ওই তান্ত্রিকের দ্বারস্থ হন মহিলার শ্বশুরবাড়ির লোকেরা। তান্ত্রিক জানান, যদি ওই মহিলা জনসমক্ষে বস্ত্রহীন হয়ে জলপ্রপাতের নীচে স্নান করেন, তা হলে তিনি পুত্রসন্তানের জন্ম দেবেন। এর পরই জোর করে ওই মহিলাকে রায়গড় জেলায় নিয়ে যাওয়া হয় এবং জনসম্মুখে বিবস্ত্র হয়ে স্নান করতে বাধ্য করেন তাঁর পরিবারের লোকজন।

Advertisement

পুণের ভারতী বিদ্যাপীঠ থানার পুলিশ আধিকারিক জগন্নাথ কালাস্কর সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ২০১৩ সালে তাঁর বিয়ে হয়। মহিলার অভিযোগ, তার পর থেকেই পণ এবং পুত্রসন্তান জন্ম দেওয়ার জন্য চাপ দিয়ে তাঁকে মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করতেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। অভিযোগ, ওই মহিলার শ্বশুরবাড়ির সদস্যরা আগেও ছেলের জন্ম দেওয়ার জন্য বিভিন্ন তান্ত্রিকের দ্বারস্থ হন এবং ওই মহিলার উপর চাপ সৃষ্টি করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement