বোমা মিলল প্রাথমিক স্কুলের রান্নাঘরের ছাদ থেকে। নিজস্ব চিত্র।
পঞ্চায়েত ভোটের আগে আবারও বোমা উদ্ধার বীরভূমে। এ বার বোমা মিলল প্রাথমিক স্কুলের রান্নাঘরের ছাদ থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গ্রামের প্রাথমিক স্কুলের মিড ডে মিল যেখানে রান্না হয়, সেই ঘরের ছাদ থেকে পলিথিনের প্যাকেটে মোড়া চারটি তাজা বোমা পাওয়া গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। বোমাগুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সোমবার দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়াড়া গ্রাম থেকেও বোমা উদ্ধার হয়েছে। ওই গ্রামের বাসিন্দা শেখ আলমের বাড়ির থেকে এক জ্যারিক্যান তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রায় ১৪-১৫টি তাজা বোমা মিলেছে। ওই এলাকায় ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে সিআইডি বম্ব ডিসপোজ়াল টিমকে। যাঁর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে, সেই পরিবারের সকলেই পলাতক। তাজা বোমা উদ্ধার হয়েছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। সেখানে বোদাই পঞ্চায়েত এলাকা থেকে বস্তা ভর্তি ১৫টি তাজা বোমা উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই বোমা মজুত করেছিল, তা স্পষ্ট নয়।