শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ। নিজস্ব চিত্র।
বোলপুরে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ চালু করার অনুমতি দিল কেন্দ্র। এমবিবিএস পড়ার ১৫০টি আসনের ওই বেসরকারি মেডিক্যাল কলেজে ক্লাস শুরু হবে চলতি শিক্ষাবর্ষ ২০২১-২২ এই। জাতীয় মেডিক্যাল কমিশনের কাছে এই কলেজ চালু করার অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কেন্দ্রের তরফে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে ওই আবেদন মঞ্জুর হয়েছে।
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ নিয়ে অবশ্য কিছুদিন আগেই কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানিয়েছিলেন, বোলপুরের এই বেসরকারি মেডিক্যাল কলেজ বকলমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কলেজ। কেন্দ্রকে বাংলার বিজেপি নেতা অনুরোধ করেছিলেন কলেজটিকে যেন কোনওভাবেই অনুমোদন না দেওয়া হয়। সেই চিঠির পর মাস চারেক কেটে গিয়েছে। শেষ পর্যন্ত জট কাটিয়ে অনুমোদনও পেল শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ।
জাতীয় মেডিক্যাল কমিশনের চিঠি।
বীরভূমের রামপুরহাটে একটি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ জেলার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ হতে চলেছে। বোলপুরের প্রথম মেডিক্যাল কলেজ। কলেজের অছি পরিষদের অধিকর্তা মলয় পীঠ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘এই স্বীকৃতি বোলপুরের মানুষের উপকারে লাগবে। বোলপুর ভাল চিকিৎসক পাবে।’’