আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। নিজস্ব চিত্র
বীরভূমের খয়রাশোলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত ১২ জন বিজেপি কর্মীকে পুলিশ এবং জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দুবরাজপুর আদালত। এ ছাড়াও এক তৃণমূল কর্মীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে খয়রাশোলের পাঁচরায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে জখম হন কান্ত বাউড়ি নামে এক জন। শনিবার হাসপাতালে তৃণমূল কর্মী কান্তের মৃত্যু হয়। ওই ঘটনায় ১২ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে আদালত ২ জনকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকি ১০ জনকে আগামী ২১ মে পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে।
১২ জন বিজেপি কর্মী ছাড়াও এক তৃণমূল কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। আদালত ধৃতকে ২১ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।