মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ইন্দাসে। ইটের আঘাতে জখম পুলিশকর্মী। — নিজস্ব চিত্র
বিজেপির মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ইন্দাসে। পুলিশের সঙ্গে বাধল খণ্ডযুদ্ধ। বুধবার বিজেপির কর্মী-সমর্থকেরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন ইন্দাস বিডিও অফিসে। গেরুয়াশিবিরের অভিযোগ, সেই সময় পুলিশ তাঁদের বাধা দিয়েছে। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বলে অভিযোগ। এর পর বিজেপি সমর্থকেরা ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। ইটের ঘায়ে জখম হন কয়েক জন পুলিশকর্মী। বুধবার সকালে ইন্দাস থেকে দু’টি গাড়িতে করে বোমা নিয়ে যাওয়ার অভিযোগে আটক করা হয়েছে আট জনকে। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তৃণমূল ষড়যন্ত্র করে তাঁদের গ্রেফতার করিয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বুধবার ইন্দাস বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, মিছিল আটকাতে পাল্টা ইন্দাসের পিরতলায় জমায়েত করে তৃণমূল। দু’পক্ষের মধ্যে উত্তেজনা থামাতে মোতায়েন ছিল পুলিশবাহিনী। বিজেপির দাবি, তাদের মিছিল কিছুটা এগোতেই বাধা দেয় পুলিশ। এর পর সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া-সহ দলীয় কর্মী-সমর্থকেরা। এর মাঝেই বিজেপি কর্মীদের একাংশ পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের দিকে এগোনোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। এর পরেই বিজেপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠির আঘাতে কয়েক জন বিজেপি কর্মী জখম হন। মিছিল থেকে ছোড়া ইটের ঘায়ে বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খান-সহ কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছেন। এমনটাই দাবি পুলিশের।
বুধবার সকালে ইন্দাসের বাঁধেরপাড় এলাকা থেকে নাকা তল্লাশি চলাকালীন ব্যাগ ভর্তি বোমা-সহ দু’টি গাড়িকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে দু’টি গাড়ির চালক-সহ মোট আট জনকে। ওই গাড়ি দু’টি করে বোমা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গেরুয়াশিবিরের অবশ্য দাবি, ওই গাড়ি দু’টিতে করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন তাঁদের প্রার্থীরা। সেই গাড়িতে বোমা রেখে তৃণমূল তাঁদের ফাঁসিয়েছে বলে অভিযোগ বিজেপির।