রবিবার সকালে। নিজস্ব চিত্র
চায়ের আসরে গিয়ে জনসংযোগ করলেন বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। রবিবার সকালে সিউড়ির মালিপাড়া এলাকায় যান শ্যামাপদ। সেখানেই স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন এবং এলাকাবাসীর সমস্যার কথা শোনেন।
বিধানসভা ভোট নজরে রেখে দলীয় ভুল ত্রুটি দূর করা এবং জনসংযোগ বৃদ্ধিতে ইতিমধ্যেই বুথভিত্তিক সম্মেলন শুরু করেছে শাসক তৃণমূল। জনসংযোগ বাড়াতে এ বার সাত সকালে চায়ের আসরে হাজির হলেন শ্যামাপদ। রাজনৈতিক মহলের মতে, চায়ের আসর এমনই একটি আসর যেখানে মানুষের সুখ-দুঃখ, রাজনৈতিক দলের প্রতি মানুষের চিন্তাভাবনা খুব সহজেই বোঝা যায়। তাই এলাকার মানুষের মনের কথা বুঝতে বিজেপির এই ‘চায়ে পে চর্চা’-র পরিকল্পনা।
এ দিন ওই এলাকার মানুষের সঙ্গে প্রায় দু’ঘণ্টা সময় কাটান জেলা সভাপতি। সেখানে অনেক মানুষ তাঁদের নানা সমস্যার কথা নিয়ে তাঁর কাছে এসেছিলেন। যেমন, কেউ কেউ সরকারি ভাতা পাচ্ছেন না, কারও কারও আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি পাননি, কারও পাড়ার ভিতরের রাস্তা সংস্কার হয়নি ইত্যাদি। বিধানসভা ভোটে তাঁরা ক্ষমতায় এলে সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন বিজেপি নেতারা।
চায়ের আসরে শ্যামাপদর জনসংযোগ এই প্রথম না। মাস খানেক আগেও তিনি সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় চায়ের চর্চায় হাজির হয়েছিলেন। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে সব কর্মসূচি বাতিল হয়ে যায়। বিজেপি দলীয় সূত্রে খবর, লকডাউনের পর আবার তাঁদের কর্মসূচি হবে। শ্যামাপদ বলেন, ‘‘মানুষের সমস্যা নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। যদি সমাধান না হয় তাহলে আন্দোলনের পথে হাঁটবো।’’ তবে এই কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ বলেন, ‘‘যাঁদের কোনও কাজ থাকে না তাঁরা চায়ের দোকানে আড্ডা মারেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।’’