বোলপুরে জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠক। নিজস্ব চিত্র।
দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিন খোলাখুলি সিবিআইয়ের হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন, সে দিনই বীরভূম তৃণমূল বৈঠক করে সিদ্ধান্ত নিল কেষ্টকে নিয়ে কোনও কথা নয়। অবশ্য তাঁর দেখানো পথ থেকে সরছে না বীরভূম তৃণমূল। জেলা নেতৃত্বের এ দিনের বৈঠকে অনুব্রত বরাবর যে চেয়ারে বসতেন, সেই চেয়ারটি ফাঁকাই ছিল।
বৈঠক শেষে জেলার মুখপাত্র তথা বীরভূম তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি দলের সমস্ত কর্মসূচি যথা সময়েই পালিত হবে। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের পাশাপাশি পর দিন পালিত হবে খেলা হবে দিবসও। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করবে বীরভূম তৃণমূল।’’
রবিবার বৈঠকে ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। জেলার প্রায় সমস্ত বিধায়কও হাজির ছিলেন। এ দিন অভিজিৎ সিংহ, চন্দ্রনাথ সিংহ-সহ কয়েক জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই সব সিদ্ধান্ত নেবে। মলয়কে জেলায় দলের মুখপাত্র করা হয়েছে।
সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কেউ কোনও ভাবেই অনুব্রত মণ্ডল বা তাঁর গ্রেফতারি প্রসঙ্গে কোনও কথা বলবেন না। এ ব্যাপারে যা বলার দলের কলকাতার নেতৃত্ব বলবেন। তবে দীর্ঘদিনের সংগঠক অনুব্রতর আচমকা গরহাজিরায় যে সংগঠনে তার প্রভাব পড়বে, তা নিয়ে সংশয় নেই। সেই অভাব বাকি নেতারা ঢাকতে পারেন কি না, সেটাই এখন দেখার।