nalhati

ঝাড়খণ্ডের মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল বীরভূম পুলিশ

ট্রেনে ত্রিপুরা থেকে ঝাড়খণ্ড ফেরার পথে নলহাটিতে নেমে পড়েছিলেন ঝাড়খণ্ডের গুমাল জেলার বালকোট থানার বাসিন্দা শিলাস বাঁ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৯:০৪
Share:

পরিবারের সদস্যদের সঙ্গে শিলাস। —নিজস্ব চিত্র

ত্রিপুরা থেকে ঝাড়খণ্ড ফেরার পথে নলহাটিতে নেমে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। তাঁকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে দিল বীরভূম পুলিশ। ওই যুবককে ফিরে পেয়ে খুশি তাঁর পরিবারের সদস্যরা।

Advertisement

ট্রেনে ত্রিপুরা থেকে ঝাড়খণ্ড ফেরার পথে নলহাটিতে নেমে পড়েছিলেন ঝাড়খণ্ডের গুমাল জেলার বালকোট থানার বাসিন্দা শিলাস বাঁ। ত্রিপুরায় ইটভাটার কাজে গিয়েছিলেন শিলাসের পরিবারের সদস্যরা। নলহাটি স্টেশন চত্বরে ওই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন অনেকে। শিলাস পুলিস এবং সিআরপিএফ জওয়ানদের নজরেও আসেন। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঠিকানা জানা যায়নি। এর পর পুলিশ শিলাস সম্পর্কে তথ্য জানতে পারে ঝাড়খণ্ড পুলিশের তরফে।

শনিবার শিলাসকে তাঁর পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তাঁর বাবার নাম অধীর বাঁ। শিলাসের পরিবারে রয়েছেন তাঁর মা, বাবা এবং বোন। তাঁকে ফিরে পেয়ে খুশি সকলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement