Coronavirus in West Bengal

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বীরভূমের পুলিশ আধিকারিক

করোনার কারণে তাঁর শারীরিক আবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২৫ মে ২০২১ ০১:২৮
Share:

দীপঙ্কর বক্সি

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বীরভূম পুলিশের আধিকারিক দীপঙ্কর বক্সীর। সোমবার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Advertisement

কয়েকদিন আগেই আগেই করোনায় আক্রান্ত হন বীরভূম পুলিশের আধিকারিক দীপঙ্কর বক্সি। ডিএসপি (ট্রাফিক) পদে কর্মরত ছিলেন তিনি। ক্রমে করোনার কারণে তাঁর শারীরিক আবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সোমবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে বীরভূম জেলায় কোনও পুলিশ আধিকারিকের মৃত্যু হল। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী শোকজ্ঞাপন করে জানিয়েছেন, " এক উল্লেখযোগ্য অফিসারকে আমরা হারালাম।" সরকারি পরিসংখ্যান অনুযায়ী বীরভূম জেলায় সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২৬ জনের। এখনও পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বা হোম আইসোলেশনে রয়েছেন ৩১৫৬ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement