অধীরের বিরুদ্ধে নালিশ বিকাশের

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে এলাকায় এসে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল।সোমবার রাতে বোলপুর থানায় ওই অভিযোগ দায়ের করেন বীরভূমের তৃণমূল নেতা তথা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। পাশাপাশি অধীরবাবুর বিরুদ্ধে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও দায়ের হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৬
Share:

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে এলাকায় এসে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল।

Advertisement

সোমবার রাতে বোলপুর থানায় ওই অভিযোগ দায়ের করেন বীরভূমের তৃণমূল নেতা তথা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। পাশাপাশি অধীরবাবুর বিরুদ্ধে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও দায়ের হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশ জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

গত শনিবার শিবপুর মৌজার সাবিরগঞ্জে শিল্পের দাবিতে চাষিদের ডাকা একটি প্রতিবাদ সভায় যোগ দেন অধীরবাবু। বিকাশবাবুর অভিযোগ, “বহরমপুরের সাংসদ ওই সভায় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অসম্মানসূচক কথা বলেছেন। এলাকার শান্তিভঙ্গ করতে বাসিন্দাদের উস্কানি দিয়েছেন। কর্তব্যরত পুলিশ অফিসারদের বিরুদ্ধে অপমানজনক কথা বলেছেন। দলের নির্দেশে অভিযোগ করেছি।” ওই অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে চাননি অধীরবাবু। তাঁর বক্তব্য, ‘‘যতই অভিযোগ হোক। ওই সব দিয়ে কংগ্রেসকে আটকানো যাবে না। মানুষের পাশে দাঁড়ানো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। সাংবিধানিক অধিকার মেনেই ওই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি।” কোনও অপরাধমূলক প্ররোচনা দেননি বলে তাঁর দাবি। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নাম না করে অধীরবাবুর কটাক্ষ, ‘‘বীরভূমের ইতিহাস দেখুন— কার বক্তব্য উস্কানিমূলক? কার বক্তব্যে এলাকার শান্তি ভঙ্গ হয়? মানুষ তা ভালই জানেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement