purulia

টি-শার্ট, ট্র্যাকস্যুট পরে নির্বাচনী প্রশিক্ষণে শিক্ষক! পোশাক দেখে যা করলেন বিডিও

গত ৭ নভেম্বর বুথ স্তরের আধিকারিকদের নির্বাচনী প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলেন প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক রাজেশ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁকে অপমান করা হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ২০:৫৫
Share:

নিজস্ব চিত্র।

পরনে ‘ভি’ গলা টি-শার্ট। মাথায় টুপি। পায়ে হাওয়াই চটি। নির্বাচনী প্রশিক্ষণ শিবিরে এই পোশাকে পার্শ্ব শিক্ষককে দেখা মাত্রই বার করে দিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)। ‘অপমানিত’ হয়ে অভিযোগ জানাতে পুরুলিয়ার বাঘমুন্ডির সেই শিক্ষক ছুটলেন জেলাশাসকের কাছে!

Advertisement

গত ৭ নভেম্বর বুথ স্তরের আধিকারিকদের নির্বাচনী প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলেন প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ের রাজেশ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘ট্র্যাকশুট’ প্যান্ট পরে ওই শিবিরের যাওয়ায় তাঁকে চূড়ান্ত অপমান করা হয়েছে। রাজেশের অভিযোগ, ‘‘প্রশিক্ষণ শিবিরে কেন ভাল পোশাক পরে আসিনি, তা নিয়ে আমায় কথা শোনান বিডিও সাহেব। আমিও পাল্টা জবাব দিই। বলি, আমার বেতন ৯ হাজার ২২৬ টাকা। ভাল পোশাক কেনার সামর্থ্য আমার নেই। এই কথা বলতেই আমায় শিবির ছেড়ে চলে যেতে বলা হয়।’’

এই ঘটনার প্রেক্ষিতে জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজেশ। অভিযোগপত্র পাঠিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচন কমিশনের কাছেও। এ প্রসঙ্গে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন, ‘‘বিষয়টি আমি দেখছি না। এটি অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)-কে দেখতে বলা হয়েছে।’’

Advertisement

যদিও অভিযুক্ত বিডিও দেবরাজ ঘোষের দাবি, তিনি কাউকে বেরিয়ে যেতে বলেননি। তাঁর কথায়, ‘‘এই বিষয়ে কোনও অভিযোগ হয়ে থাকলে আমি তার উত্তর জেলাশাসককেই জানাব। তবে আমি কাউকে বেরিয়ে যেতে বলিনি। উনি স্বেচ্ছায় বেরিয়ে গিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement