State Karate Competition

ক্যারাটেয় সোনা বর্ষার

পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার পরে স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা চলছে তার। পাশাপাশি স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৯
Share:

মেডেল হাতে বর্ষা সিং সর্দার। ছবি: রথীন্দ্রনাথ মাহাতো।

রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সেরা হল পুরুলিয়ার জঙ্গলমহলের এক মেয়ে। সম্প্রতি কলকাতার বেলঘরিয়ায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত ৬৮তম রাজ্য বিদ্যালয় স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বিভাগে সোনা জেতে বান্দোয়ানের বাসিন্দা বর্ষা সিং সর্দার। বান্দোয়ানের গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী বর্ষার বাড়ি বান্দোয়ানের প্রত্যন্ত মধুবন গ্রামে।

Advertisement

পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার পরে স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা চলছে তার। পাশাপাশি স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া শুরু করে। প্রশিক্ষণ পর্বেই একের পর প্রতিযোগিতায় যোগ দিয়ে পুরস্কার জেতে সে। এর আগে ৬৭তম বিদ্যালয় স্পোর্টসেও রাজ্য স্তরে প্রথম হয় বর্ষা। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সোমা পণ্ডা বলেন, “পড়াশোনার পাশাপাশি প্রথম থেকে ক্যারাটেতে বর্ষার খুব আগ্রহ। দু’বার রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হয়েছে।

তার সাফল্যে আমরা গর্বিত।“ বর্ষার বাবা ভবতারণ সিং সর্দার জানান, স্কুলে ক্যারাটের প্রশিক্ষণ দেখে মেয়ে ভর্তি হবে বলেছিল। সেই থেকে নানা প্রতিযোগিতায় সফল হয়েছে। এ বারও রাজ্যস্তরে সোনা জিতল। খুবই ভাল লাগছে। জাতীয় স্তরেও বর্ষার ভাল ফল করার আশা দেখছেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শান্তিগোপাল মাহাতো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement