Poush Mela

Poush Mela: বিকল্প পৌষমেলার আয়োজনে উচ্ছ্বাস

শুক্রবার মেলার মাঠ পরিদর্শন করেন বোলপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পর্ণা ঘোষ।

Advertisement

বাসুদেব ঘোষ  

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ০৯:০৫
Share:

বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলার স্টল তৈরি চলছে। শুক্রবার। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

পৌষমেলা নিয়ে অনিশ্চয়তার মাঝেই গত বছরের চেয়ে আরও আড়ে বহড়ে বাড়িয়ে জোর প্রস্তুতি চলছে বিকল্প পৌষ মেলার। এক দিকে যখন নানা প্রশ্ন আর এক রাশ অনিশ্চয়তা তখন অন্য দিকে যেন উৎসবের আমেজ।

বিকল্প পৌষমেলার উদ্যোক্তা বাংলা সংস্কৃতি মঞ্চ। মঞ্চের সদস্যরা জানালেন, সম্পূর্ণ পৌষমেলার আদলে মেলায় নাগরদোলা থেকে শুরু করে মাটির সামগ্রী, বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, ছোট-বড় খাবারের দোকান মিলিয়ে হাজার খানেক স্টল হতে চলেছে। মেলায় পর্যাপ্ত আলো ও জলের ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিমধ্যেই স্টল বুকিং শুরু করা হয়েছে। ব্যবসায়ীদের থেকে ন্যূনতম একটি ভাড়া নিয়ে স্টল বণ্টনও করা হচ্ছে।

গত বছর বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে পৌষ পার্বণ উৎসব করেছিল ঠিকই। কিন্তু, নানা প্রতিকূলতার কারণে সেই অর্থে মেলা জমে ওঠেনি। কিন্তু, এই বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ এখও মেলা করার প্রশ্নে নীরব থাকায় উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন, ঐতিহ্য মেনে বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে। এই অবস্থায় বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলা করার অনুমতি পেয়েছে বাংলা সংস্কৃতি মঞ্চ। গত মঙ্গলবার থেকে উদ্যোক্তারা ডাকবাংলো মাঠের দুটি মাঠ মিলিয়ে জোর কদমে শুরু করে দিয়েছেন মেলার প্রস্তুতি।

Advertisement

বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা নিয়ে কিছু না জানানোয় মনভার হচ্ছিল বোলপুর, শান্তিনিকেতনবাসীর অনেকের। ভেবেছিলেন মেলা না হলে আনন্দ করা যাবে না। আনন্দের চেয়েও বহু জনের কাছে গুরুত্বপূর্ণ ছিল রুটিরুজি। কেননা মেলা না হলে বোলপুর, শান্তিনিকেতনের কমবেশি সব রকমের ব্যবসায় প্রভাব পড়ার আশঙ্কা ছিল। সেই জায়গা থেকে এই বিকল্প মেলার আয়োজন। সব রকম ভাবে সহযোগিতা করছে বোলপুর পুরসভা ও ব্যবসায়ী সমিতি। গত বছরের তুলনায় মেলার পরিধিও অনেকটাই বাড়তে চলেছে।

বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম বলেন, “এই পৌষ মেলায় সঙ্গে বাঙালির আবেগও জড়িয়ে। তাই বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা বন্ধ করলেও আমরা ঐতিহ্য ধরে রাখতে চাই। মেলার অনুমতি দেওয়ার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

Advertisement

শুক্রবার মেলার মাঠ পরিদর্শন করেন বোলপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পর্ণা ঘোষ। পুরসভার পক্ষ থেকেও এই মেলাকে সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস দেন তিনি। পর্ণাদেবী বলেন, “বাংলা সংস্কৃতি মঞ্চ ও ব্যবসায়ী সমিতির উদ্যোগকে সাধুবাদ। এই মেলার হওয়ার ফলে ব্যবসায়ীরাও আশার আলো দেখবেন।”

এ দিকে, শুক্রবার বিকেলে বোলপুরের মহকুমা শাসকের সভাকক্ষে মেলার উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন প্রশাসনের আধিকারিকেরা। বৈঠকে ছিলেন মহকুমাশাসক (বোলপুর) অয়ন নাথ, এসডিপিও বোলপুর অভিষেক রায়, পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য, বাংলা সংস্কৃতি মঞ্চের প্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ অনেকেই। সেখানে বিকল্প পৌষ মেলায় বায়ো টয়লেটের ব্যবস্থা থেকে ওয়াচ টাওয়ার, মেলায় পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা, শিশুবান্ধব কর্নার তৈরি, স্বাস্থ্য দফতরের ক্যাম্প অফিস পার্কিংয়ের পরিকল্পনা সহ কোভিড বিধি মনে চলা ও পরিবেশ বান্ধব মেলা করার উপরে জোর দিতে বলা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকেও বিধি মানার কথা বলা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement