Arms

আবারও অস্ত্র উদ্ধার হল বীরভূমে, মিলল কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র, পুলিশ গ্রেফতার করল যুবককে

শনিবার গভীর রাতে রামপুরহাট থেকে কুসুম্বা যাওয়ার রাস্তায় এক যুবককে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃতের নাম রনি শেখ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ওয়ান শটার এবং কার্তুজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৪:৪৬
Share:

অস্ত্র-সহ যুবক ধৃত। — নিজস্ব চিত্র।

আবারও অস্ত্র উদ্ধার হল বীরভূমে। ওই কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক জনকে। শনিবার গভীর রাতে রামপুরহাট থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে রামপুরহাট থেকে কুসুম্বা যাওয়ার রাস্তায় এক যুবককে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃতের নাম রনি শেখ। তাঁর কাছ থেকে একটি ওয়ান শটার এবং একটি কার্তুজ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত রনি রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের চামড়া-গুদামপাড়ার বাসিন্দা। তিনি ওই অস্ত্র বিক্রি করার জন্য ঘুরছিলেন না কি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে রামপুরহাট থানার পুলিশ। রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকেই বোমা, আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনা ঘটছে। এর আগে একাধিক বার পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে বীরভূমে। সেই তালিকায় নয়া সংযোজন শনিবার রাতে রামপুরহাটের ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement