Anubrata Mondal

নজরে আরও এক ‘অনুব্রত-ঘনিষ্ঠ’, গরু পাচার মামলায় বৃহস্পতিতেই তলব সিবিআইয়ের

এর আগেও কেরিমের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। পাশাপাশি বোলপুর ও নানুরের কেরিমের বিপুল সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১০:৫৮
Share:

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র ।

অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ আরও এক নেতাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গরু পাচার মামলায় নানুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে বৃহস্পতিবার কলকাতায় সিবিআইয়ের দফতরে তলব করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম গরু পাচারের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন বলে প্রথম থেকেই সন্দেহ ছিল সিবিআই আধিকারিকদের। পাশাপাশি, গরু পাচার মামলায় যে টাকার লেনদেন হয়েছে, সেই টাকার লেনদেনের সঙ্গে কেরিম সরাসরি যুক্ত ছিলেন বলেও সিবিআইয়ের তরফে মনে করা হচ্ছে। আর সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে বৃহস্পতিবার তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

এর আগেও কেরিমের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। পাশাপাশি বোলপুর ও নানুরের কেরিমের বিপুল সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Advertisement

তবে এই প্রথম না, এর আগেও তাঁকে গরু পাচার মামলায় একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ বার এই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকে পাঠালো সিবিআই।

বুধবার দিনও অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত বীরভূমের ব্যবসায়ী মলয় পিটকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তলব করা হয়েছে মলয়কে। অভিযোগ, এই মলয়ের অ্যাকাউন্টেই ভোলে ব্যোম চালকলের যাবতীয় টাকা পাঠানো হত। এই মলয়ের তৈরি বহু শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানও দিয়েছিলেন অনুব্রত। সেই সব নিয়েই তাঁকে তলব করেছিল সিবিআই। সেপ্টেম্বরেও তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement