Anubrata Mondal

‘পেতে হলে কিছু দিতে হবে’, অনুব্রত

বুথ সভাপতিদের উদ্দেশে অনুব্রত বলেন, “বিজেপিকে কেউ ভোট দিলে বিজেপির কাছে উন্নয়ন বুঝে নেবে।’’  

Advertisement

 নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ০৩:৫১
Share:

ফাইল চিত্র।

ভোট না দিলে এলাকায় যে উন্নয়নের রাশ টানা হবে ফের সেই বার্তাই এল তৃণমূলের জেলা সভাপতির থেকে। রবিবার নলহাটি ১ ব্লকে বুথ ভিত্তিক সম্মেলনে বুথ সভাপতিদের কাছ থেকে সমস্যা, উন্নয়নের খতিয়ান শোনার পরে অনুব্রত বলেন, ‘‘কিছু পেতে হলে কিছু দিতে হবে, প্রয়োজনে উন্নয়ন বন্ধ করে দিন।’’ নলহাটির হরিপ্রসাদ হাইস্কুলে এ দিন সম্মেলন হয়। বানিওড়ের ৮৮ নম্বর বাহাদুরপুর গ্রামের বুথ সভাপতি দীননাথ ঘোষ বলেন, ‘‘এলাকার রাস্তা খুব খারাপ। তাই ৫৫০ ভোটে হেরেছি।’’ কথা থামিয়ে অনুব্রত বলেন, “যা বলার লিখিত আকারে বলবেন। কিছু দেবেন, কিছু নেবেন। একতরফা দেওয়া যাবে না। সারা জীবন কি শুধু দিয়েই যাব?’’ বুথ সভাপতিদের উদ্দেশে অনুব্রত বলেন, “বিজেপিকে কেউ ভোট দিলে বিজেপির কাছে উন্নয়ন বুঝে নেবে। পঞ্চায়েত সদস্য তো আপনার। উন্নয়ন বন্ধ করে দিন। অনেক কাজ করেছেন।’’

Advertisement

দিন পনেরো আগে দুবরাজপুরের সভায় খয়রাশোল ব্লকের নাকড়াকোন্ডা গ্রামেও অনুব্রতকে একই কথা বলতে শোনা গিয়েছিল এক বুথ সভাপতির উদ্দেশে। এ দিনও অনুব্রতকে বলতে শোনা যায়, “৩৪ বছরে বামফ্রন্ট পারেনি। ৭০ বছরে কংগ্রেস পারেনি। ২০২১ সালে আগে আমাদের পুনরায় নিয়ে আসুন, তার পর দেখব।’’ সিপিএমের জেলা বুথ কমিটির সদস্য দুকড়ি রাজবংশী বলেন, ‘‘অনেক গ্রামেই ঠিক মতো উন্নয়ন হয়নি। দোষ ঢাকতে এই কথা বলা ছাড়া তাঁদের উপায় নেই।’’ বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘‘উন্নয়ন করবেন জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও। তিনি উন্নয়ন বন্ধ করার কে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement