গত বিধানসভা নির্বাচনে লাভপুর কেন্দ্রে তৃণমূলের লিড ছিল ৩৩ হাজার। আগামী নির্বাচনে নাকি ওই লিড দাঁড়াবে ৪১ হাজারে। কর্মীদের দেওয়া তথ্য শুনে এমনই ভবিষ্যৎ-বাণী করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ দিন হাটতলা মাঠে তৃণমূলের লাভপুর বিধানসভা ভিত্তিক কর্মিসভা ছিল। সেখানে কর্মী-সমর্থকদের থেকে লোকসভা নির্বাচনে বুথভিত্তিক প্রাপ্ত ভোটের পরিসংখ্যান জেনে নেন। তার পরেই ওই ভবিষ্যৎ-বাণী করেন।
এমনিতেই লাভপুরে বিজেপির সংগঠন রয়েছে। তার উপরে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত বইছে। লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক মনিরুল ইসলাম যোগ দিয়েছেন বিজেপিতে। অনেকের মতে, সেটাও তৃণমূলের মাথাব্যথার কারণ। তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, চিন্তার ব্যাপার নেই। লাভপুরে রেকর্ড ভোটে দল জিতবে। অনুব্রত এ দিন রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তিও দেন। কর্মী সমাবেশে অন্যদের মধ্যে হাজির ছিলেন সাংসদ অসিত মাল, দলের সহ সভাপতি অভিজিৎ সিংহ, ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী প্রমুখ। লাভপুর নিয়ে তৃণমূলের একাংশেই জল্পনা রয়েছে।