ফাইল চিত্র।
জেলা সভাপতির সামনে ‘সত্যি’ বললেন বুথ সভাপতি। তবে, তিরস্কার নয়, জুটল প্রশংসা।
বৃহস্পতিবার দুবরাজপুরের রবীন্দ্রসদন হলে বুথ-ভিত্তিক কর্মী সম্মেলন করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ব্লকের গোহালিয়াড়া, যশপুর ও চিনপাই পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথ ধরে পর্যালোচনা করেন অনুব্রত। গোহালিয়াড়ার ২৫৫ নম্বর বুথে পিছিয়ে থাকার কারণ জানতে চাওয়ায় ওই বুথের সভাপতি সপ্তম মণ্ডল অনুযোগ করেন, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারপিট হয়েছে এলাকায়। কিন্তু কোনও নেতা সেই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেননি। বর্ষায় এলাকার মানুষের বাড়িতে জল চুঁইয়ে পড়ছে। একটা ত্রিপল চেয়েও কেউ পাননি। এর পরেই সপ্তমের প্রশ্ন, ‘‘নেতাদের দেখা নেই, কী ভাবে দল করব?’’
এ সব শুনে মেজাজ হারাননি অনুব্রত। বরং সাহস করে সত্যি কথা বলার জন্য ওই বুথ সভাপতির প্রসংশা করেছেন। সমস্যা মেটানোর আশ্বাসও দিয়েছেন তিনি। এই অনুব্রতই গত ২ সেপ্টেম্বর সিউড়ি ২ ব্লকে এলাকার রাস্তা নিয়ে সরব হওয়ায় এক বুথ সভাপতিকে পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু এ দিন জেলা সভাপতির অবস্থানে খুশি কর্মীরা। চিনপাইয়ের একটি বুথ, যেখানে শাসকদল এগিয়ে ছিল সেই বুথ সভাপতির কাছে অনুব্রত জানতে চান, ‘‘দিদির সমালোচনা করে এলাকার মানুষ?’’ বুথ সভাপতির ‘হ্যাঁ’ শুনে অনুব্রত বলেন, ‘‘এত কাজ করার পরেও দিদির সমালোচনা হচ্ছে কেন? আসলে আমরা মানুষের কাছে তাঁর কাজ ঠিকমতো তুলে ধরতে পারছি না। ’’