পঞ্চায়েত ভোট নিয়ে অনুব্রত’র সেই এক রা

পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কেউ দাঁড়াবে না। মনোনয়ন দাখিল করতে এলেও মাঝ পথে ঘুরতে হবে। উন্নয়ন বাধা হয়ে দাঁড়াবে।— পঞ্চায়েত নিয়ে সেই এক সুর অনুব্রত’র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৩১
Share:

বক্তব্য রাখছেন অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র।

পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কেউ দাঁড়াবে না। মনোনয়ন দাখিল করতে এলেও মাঝ পথে ঘুরতে হবে। উন্নয়ন বাধা হয়ে দাঁড়াবে।— পঞ্চায়েত নিয়ে সেই এক সুর অনুব্রত’র।

Advertisement

লক্ষ্য ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ ক্ষমতা দখল। দলের নেতাকর্মীদের মনোবল তুঙ্গে নিয়ে যেতে গত মাসে সিউড়িতে তৃণমূলের মহিলা জেলা সম্মলেন থেকে যে সুর ধরে বেঁধে দিয়েছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, ইদানিং কালে যে কোনও কর্মী সম্মলনে যে সুর ভাজছেন, রবিবার দুবরাজপুরে এটি ও ওবিসি সেলের জেলা সম্মেলন থেকেও একই সুর বজায় রাখলেন অনুব্রত। তবে মাদৃক সঙ্ঘে আয়োজিত জেলা সম্মেলন থেকে দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত নেতা কর্মীদের হুঁশিয়ারিও দিয়েছেন দলের জেলা সভাপতি।

রবিবার জেলা সম্মেলনে ছিলেন শাসক দলের জেলার সব নেতা মন্ত্রীই। অনুব্রত বাদে আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ জেলাপারিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, একাধিক বিধায়ক, স্থানীয় নেতারা তো ছিলেনই, ছিলেন এসসি, এসটি ওবিসি সেলের রাজ্য সভাপতি সুনীল মণ্ডল। তবে এ দিন পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষা থাকায় উপস্থিতির হার কম ছিল। প্রায় সব নেতাই আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে উন্নয়নের বার্তা আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বলেন। তবে এ দিন অনুব্রত ছিলেন নরমে গরমে। একদিকে যেমন আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের তিনটি স্তরে বিরোধী কেউ দাঁড়াবে বলে পরোক্ষে হুমকি দিয়ে নেতা কর্মীদের মনোবল বাড়াতে চেয়েছেন, তেমনি দল বিরোধী কাজ না করে বরং মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Advertisement

ঠিক কী বলছেন অনুব্রত? তিনি এ দিন বলেন, ‘‘দলে থেকে কেউ যদি ক্ষতি করতে চান, এই উন্নয়নকে থমকে দিতে চান তাহলে তাঁর দলে থাকার প্রয়োজন নেই। তিনি দল থেকে চলে যেতে পারেন।” বলেন, ‘‘যদি ভেবে নেন, দলের প্রেসিডেন্টরা বোকা, ব্লক প্রসিডেন্টরা বোকা, অঞ্চল প্রেসিডেন্টরা বোকা। হয় নাকি। মানুষের সঙ্গে মিশুন, মানুষের পাশে থাকুন, মানুষকে পরিষেবা দিন। মানুষ আপনাকে দু’ হাত তুলে আর্শীবাদ করবে।’’ সঙ্গে এ দিন তিনি পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য হওয়ার কথা বলেন তিনি। অনুব্রত-র কথায়, ‘‘কেউ দাঁড়াবে না। কেউ আসবে না। ঠেলে ঠেলে পাঠাবে। বলবে, যাও মনোনয়ন দাখিল কর। কিন্তু মধ্য রাস্তা থেকে ঘুরে যাবে উন্নয়ন রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে।’’

সিপিএমের পলিটব্যুরোর সদস্য বিমান বসু এবং আব্দুল মান্নানের হার্ট অ্যাটাক নিয়েও কটাক্ষ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement