Ambulance

ভাড়া বাড়াতে হবে, এই দাবিতে অ্যাম্বুল্যান্স হাতে টেনে প্রতিবাদ চালকদের

এই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়িতে। এ নিয়ে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপিও দেন চালকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৬:৫৮
Share:

অ্যাম্বুল্যান্স হাতে টেনে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

ভাড়া বাড়ানোর দাবিতে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন অ্যাম্বুল্যান্স চালকরা। অ্যাম্বুল্যান্স হাতে টেনে বিক্ষোভ দেখান তাঁরা। সোমবার এই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়িতে। এ নিয়ে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপিও দেন চালকরা।
অ্যাম্বুল্যান্স চালকদের দাবি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটলেও যে ভাড়া নির্ধারিত করা হয়েছিল তা বাড়ানো হয়নি। পাশাপাশি, দীর্ঘ দিন ধরে অ্যাম্বুল্যান্সের প্রাপ্য টাকাও বকেয়া রয়েছে বলে তাঁদের দাবি। অ্যাম্বুল্যান্স চালকদের তরফে স্বরূপ কোনার বলেন, ‘‘সরকার আমাদের ২০১১ সালে যে ভাড়া নির্ধারিত করেছিল, তা একই থেকে গিয়েছে। অথচ পেট্রল, ডিজেলের দাম বেড়েছে বহু গুণ। আমাদের প্রাপ্য টাকাও বকেয়া রয়েছে। আমরা প্রশাসনকে ৩০ দিন সময় দেব। কাজ না হলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব।’’

Advertisement

বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি বলেন, ‘‘ওঁরা যে দাবি করছেন, তা হয়তো ন্যায্য। তবে রাজ্য সরকার যা নির্দেশ দেয়, আমরা তাই অনুসরণ করি। ওঁদের বকেয়া টাকা জুন মাস পর্যন্ত দেওয়া হয়েছে। তার পর আর টাকা দেওয়া হয়নি। আমরা রাজ্যকে বিষয়টি জানাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement