বৈঠকে বিশ্বভারতী। নিজস্ব চিত্র
অমর্ত্য সেন বিশ্বভারতীর ‘জমি দখল’ করে আছেন, এই অভিযোগেই অনড় বিশ্বভারতী। শনিবার নতুন করে সাংবাদিক বৈঠক করে বিবৃতি দিয়ে ফের জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিছুদিন ধরেই নানা বিতর্ক শুরু হয়েছে বিশ্বভারতীতে।। তার মধ্যে, প্রধান বিতর্ক তৈরি হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে। অভিযোগ, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন। আর সেই বিষয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে পুরনো অভিযোগেই অনড় রইল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
শুক্রবার সেন্ট্রাল অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন বিশ্বভারতীর আধিকারিকরা। সেখানেই রেজিস্ট্রার অশোক মাহাতো বলেন, ‘‘বিশ্বভারতীর কাছে যে তালিকা আছে তাতে অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে আছেন। প্রয়োজনে রাজ্য ভূমি সংস্কারের তরফে নিয়ম মেনে বিশ্বভারতীর প্রতিনিধি, অমর্ত্য সেনের প্রতিনিধিদের নিয়ে জমির মাপ নেওয়া হোক, তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে৷’’ এই সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর রেজিস্টার অশোক মাহাতো ছাড়াও ছিলেন জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার , পাঠভবনের অধ্যক্ষ ও প্রোক্টর।।
এ ছাড়াও, সম্প্রতি অমর্ত্য সেনের একটি ফোন কল নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছিল বিশ্বভারতী জুড়ে। সেই প্রসঙ্গেও শুক্রবার কথা বলা হয়।। অমর্ত্য সেন বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁদের কথাতেই যে অনড়, শুক্রবার সাংবাদিক বৈঠক করে সেটি ফের স্পষ্ট হয়ে গেল।
আরও পড়ুন: বঙ্গ বিজেপি-র ‘ফাটল’ নাপসন্দ, ঐক্য প্রদর্শনের নির্দেশ অমিতের