গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। নিজস্ব চিত্র।
অনুব্রতকে কলকাতা বা দুর্গাপুরের সিবিআই দফতরে নিয়ে যাওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। কলকাতা বা দুর্গাপুরের সিবিআই দফতরে নিয়ে গিয়ে তাঁকে জেরা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
অনুব্রতকে গাড়ি করে নিয়ে বেরিয়ে গেল সিবিআইয়ের দল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে কোথায় যাচ্ছেন সিবিআই আধিকারিকরা? এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে আটক অনুব্রত মণ্ডল। বাড়ি থেকে বের করে সিবিআইয়ের গাড়িতে ওঠানো হল তৃণমূল নেতা অনুব্রতকে। সিবিআই আধিকারিকরা চার দিক থেকে ঘিরে তাঁকে গাড়িতে তুললেন।
অনুব্রতের বাড়ির সামনে আনা হল গাড়ি। তাঁকে গ্রেফতারের সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বাড়িতে সিবিআই হানা দেওয়ার পর থেকে থমথমে পরিবেশ বোলপুর জুড়ে। পাশাপাশি মানুষের ভিড় বাড়ছে অনুব্রতের বাড়ির সামনে।
গরুপাচার কাণ্ডের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য এবং কয়লা পাচার কাণ্ডে তদন্তকারী অফিসার উমেশ কুমার অনুব্রতের বাড়িতে পৌঁছেছেন।
অনুব্রতের বাড়িতে যে পুলিশ কর্মী সর্ব ক্ষণ মোতায়েন থাকেন, তিনি অনুব্রতের বাড়িতে ঢোকার চেষ্টা করলেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। তাঁকে গেটেই আটকে দেওয়া হয় সিবিআই দলের তরফে।