তৃণমূলের বৈঠক। নিজস্ব চিত্র
পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন ভোটার কত উঠে আসে, সে দিকেই নজর সমস্ত রাজনৈতিক দলের। ভোটারদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে নানা কৌশলও সাজানো হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, বুধবার বাঁকুড়া ও পুরুলিয়া জেলা প্রশাসন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে বাঁকুড়া জেলায় ভোটার রয়েছেন ২৯ লক্ষ ৩৮ হাজার ২৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ৮৮ হাজার ৯৮৫, মহিলা ভোটার ১৪ লক্ষ ৪৯ হাজার ৩৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চার জন। গত জানুয়ারির তুলনায় এই জেলায় এক হাজার ৭৯০ জন ভোটার কমেছে।
পুরুলিয়া জেলায় মোট ভোটারের সংখ্যা ২৩ লক্ষ আট হাজার ৯৭৭ জন। তাঁদে মধ্যে পুরুষ ১১ লক্ষ ৭০ হাজার ৫৮৯ জন, মহিলা ১১ লক্ষ ৩৮ হাজার ৩৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের সংখ্যা ১৯। গত বছরের তুলনায় এক জন তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে। গত বছরের তুলনায় পুরুলিয়া জেলায় ভোটার বেড়েছে ৩৪ হাজার ২৪০ জন।
বর্তমানে ভোটার তালিকা সংযোজন, বিয়োজন প্রভৃতি কাজ শুরু হয়েছে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা আগামী বছর ৫ জানুয়ারি। বাঁকুড়া জেলা প্রশাসনিক সমীক্ষায় দাবি, ওই জেলায় ৩৯ হাজার ৭২৬ জন ১৮ বছরে পড়েছেন। এর বাইরেও প্রায় ৩৩ হাজার জন রয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে যাঁরা ১৮ বছরে পা দেবেন। আবেদন করলে তাঁদের নাম নতুন ভোটারের তালিকায় উঠতে চলেছে। ফলে সামগ্রিক ভাবে বাঁকুড়া জেলায় নতুন ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে কমবেশি৭০ হাজার।
পুরুলিয়া জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, গত দু’মাস ধরে বুথ লেভেল অফিসারেরা (বিএলও) বাড়ি বাড়ি ঘুরে আগামী ১ জানুয়ারির মধ্যে ১৮ বছরে পা দিতে চলা ৩১ হাজারের নাম জানতে পেরেছেন।
রাজনৈতিক মহলের মতে, বহু জায়গাতেই নতুন ভোটারেরা পঞ্চায়েত ভোটে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারেন। ফলে নতুন ভোটারদের মন পেতে মাঠে নেমে পড়েছেরাজনৈতিক দলগুলি।
সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি জানান, বুথে বুথে তাঁদের দলীয় কর্মীরা নতুন ভোটারদের তালিকায় নাম তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন, “আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে নতুন ভোটারদের খোঁজ নিচ্ছি। তাঁদের ভোটার তালিকায় নাম তুলতে উৎসাহিত করছি। দলের যুব ও মহিলা সংগঠনও এই কাজ করছে।” তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র জানান, তৃণমূলের ছাত্র সংগঠনের মাধ্যমে নতুন ভোটারদের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হচ্ছে। টিএমসিপির বাঁকুড়া জেলা সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু বলেন, “নতুন ভোটারদের সঙ্গে যোগাযোগে সমাজমাধ্যমকে বিশেষ ভাবে ব্যবহার করছি আমরা। দলের ফেসবুক পেজেও তাঁদের যুক্ত করা হচ্ছে।”
অন্য দিকে, তৎপরতা শুরু হয়েছে পুরুলিয়াতেও। কী ভাবে নতুন ভোটারদের সহায়তা করা হবে, সেই মর্মে বৃহস্পতিবার পুরুলিয়া জেলা তৃণমূলের বৈঠকে সমস্ত ব্লক ও শহর সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ায় জেলার প্রতিটি বুথে বিএলএ (বুথ লেভেল এজেন্ট) নিয়োগ করা হচ্ছে। তাঁরা বিএলও-দের সঙ্গে যোগাযোগ রেখে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের আগ্রহীদের সহায়তা করবেন। কেউ কর্মসূত্রে বাইরে থাকলে, অনলাইনে কী ভাবে তিনি আবেদন করবেন, তা-ওজানানো হবে।’’
পিছিয়ে নেই বিরোধীরাও। জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, ‘‘ইতিমধ্যেই আমরা বিএলএ-এর তালিকা তৈরি করে ফেলেছি। তাঁরা কাজে নামছেন।’’ সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় জানান, খসড়া তালিকা প্রকাশের আগে তাঁদের দলের রাজ্য কমিটির তরফে বুথ লেভেল এজেন্ট সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছিল। তা এরিয়া কমিটিকে পাঠানো হয়েছে।’’ বিজেপির জেলা সভাপতি বিবেক রঙ্গা বলেন, ‘‘জেলার প্রতি বুথে আমাদের বিএলএ থাকবেন। তাঁরা কী ভাবে কাজ করবেন, তা নিয়ে এ দিন থেকে আলোচনা শুরু হয়েছে।’’