local train

লোকাল ট্রেন চাই, যাত্রী বিক্ষোভ সাঁইথিয়ায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৪:১৪
Share:

সাঁইথিয়া স্টেশনে বিক্ষোভ। নিজস্ব চিত্র

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও ব্রাত্য বীরভূম জেলা। এখনও জেলার কোনও লাইনেই লোকাল ট্রেনে চালু হওয়ার ঘোষণা হয়নি। এ নিয়ে বিক্ষোভ আগে থেকেই চলছে। শুক্রবার যাত্রীরা বিক্ষোভ দেখালেন সাঁইথিয়া স্টেশনে।

Advertisement

গত ৮ নভেম্বর লোকাল ট্রেন চালানো-সহ বিভিন্ন দাবি নিয়ে সাঁইথিয়া স্টেশন মাস্টারের মাধ্যমে রেলকর্তাদের চিঠি দেয় যাত্রীদের সংগঠন পথপ্রদর্শক নাগরিক মঞ্চ। সংগঠনের বক্তব্য, সেই চিঠির পরও রেলের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তারই প্রতিবাদে এ দিনের বিক্ষোভ।

সাধারণ যাত্রীদের পাশাপাশি লোকাল ট্রেন-নির্ভর হকাররাও সাঁইথিয়া স্টেশনে অবস্থান বিক্ষোভে সামিল হন। এ দিন তাঁরা রেললাইনে নেমেও লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ দেখান। ট্রেন বন্ধ থাকার জন্য হকারদের এই সময়ে সরকারি ভাবে ভাতা দেওয়ার দাবিও তোলা হয়েছে। একই সঙ্গে সাঁইথিয়া সহ কয়েকটি স্টেশনে কিছু দূরপাল্লার ট্রেন যাতে দাঁড়ায়, তার দাবিও তোলা হয়েছে। বিক্ষোভকারীদের পক্ষে নীলাঞ্জন দাস ও ভাস্কর মণ্ডল বলেন, "রেলের খামখেয়ালিতে জেলার হাজার হাজার সাধারণ মানুষ, হকার, চাকরিজীবী নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।"

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement