ভোগান্তির নোট

৫০০-১০০০ টাকার নোট বদল নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর এক সপ্তাহ কেটে গেল। নোট সমস্যায় কতটা নাস্তানাবুদ সাধারণ মানুষ? না কি সমস্যা তেমন নয়? পুরুলিয়ার গ্রাম ঘুরে দেখল আনন্দবাজার।ঝাড়খণ্ড সীমানা ঘেঁষে রয়েছে পুরুলিয়া ২ ব্লকের প্রত্যন্ত এই গ্রামটি। সব থেকে কাছের ব্যাঙ্কটি চরগালি গ্রামে। ৭ কিলোমিটার উজিয়ে যেতে হয় সেখানে। ডাকঘর একটা রয়েছে বটে, তবে এখন সেখানে টাকা বদল হচ্ছে না।

Advertisement
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০০:০০
Share:

ছবি: সুজিত মাহাতো।

ঝাড়খণ্ড সীমানা ঘেঁষে রয়েছে পুরুলিয়া ২ ব্লকের প্রত্যন্ত এই গ্রামটি। সব থেকে কাছের ব্যাঙ্কটি চরগালি গ্রামে। ৭ কিলোমিটার উজিয়ে যেতে হয় সেখানে। ডাকঘর একটা রয়েছে বটে, তবে এখন সেখানে টাকা বদল হচ্ছে না। জমানো টাকা যে তুলবেন, সেই উপায়ও নেই। শুধু বাতিল টাকা জমা করা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement