‘ভাইরাস-গুজব’ ছড়ালে পদক্ষেপ

বাঁকুড়া জেলা মৎস দফতরের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও ঘটনাই জেলায় ঘটেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪২
Share:

প্রতীকী ছবি।

গুজব ছড়ানোর বিষয়টি নজরে এসেছিল আগেই। এ বার কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিল প্রশাসন।

Advertisement

প্রশাসন সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরে ‘হোয়াটসঅ্যাপে’র মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। তাতে দাবি করা হয়েছে, মাছের মাধ্যমে নাকি ছড়াচ্ছে একটি ভাইরাস। যাতে আক্রান্ত হয়েছেন অনেকে। মেসেজে আবার লেখা হচ্ছে, এই বার্তা ‘পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।’

বাঁকুড়া জেলা মৎস দফতরের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও ঘটনাই জেলায় ঘটেনি। বাঁকুড়া মেডিক্যালের সুপার গৌতমনারায়ণ সরকার জানান, মাছ খেয়ে অসুস্থ হয়ে কেউ বাঁকুড়া মেডিক্যালে ভর্তি হননি।

Advertisement

বাঁকুড়া জেলা মৎস দফতরের আধিকারিক কিরণলাল দাসও বলছেন, “বাঁকুড়া জেলায় কোথাও মাছের অসুখ ধরা পড়েনি। আমরা নিয়মিত মাছের স্বাস্থ্যের উপরে নজর রাখি। এই সমস্ত গুজব মানুষকে বিভ্রান্ত করার জন্য ছড়িয়ে

দেওয়া হচ্ছে।”

গুজবের বিষয়টি দফতরের নজরে আসার পরেই রাজ্য মৎস দফতরকে জানানো হয়েছিল। সেখান থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশের দাবি, তদন্তে নেমে ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার এক ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে জেলা পুলিশের এক কর্তা বলেন, “গুজব ছড়ালে কড়া শাস্তি মিলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement