Theft

ভিখারি সেজে বাড়িতে ঢুকে গয়না চুরি! বাঁকুড়ায় গ্রেফতার এক মহিলা

ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানো হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৭
Share:

ফাইল চিত্র।

ভিখারি সেজে বাড়িতে ঢুকে গৃহস্থের অন্যমনস্কতার সুযোগে চুরির করার ঘটনায় গ্রেফতার হলেন এক মহিলা। রবিবার বাঁকুড়ার কোতুলপুর থানার জলিঠ্যা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম ঋতুপর্ণা বেদ। তাঁর স্থায়ী কোনও ঠিকানা নেই। ধৃতের কাছ থেকে বেশ কিছু দামি ধাতুর গয়না উদ্ধার করেছে করা হয়েছে। ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানো হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, কোলে শিশু সন্তানকে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করছিলেন ওই মহিলা। সেই সময় গ্রামের এক বাড়িতে ঢুকে সুযোগ বুঝে কিছু দামি গয়না চুরি করেছেন উনি। বিষয়টি নজরে ওই মহিলার খোঁজ করা শুরু করে পরিবার। এর পর ওই মহিলার খোঁজ মেলে পাশের একটি বাড়িতে। সেখানেই তাঁকে আটকে রেখে কোতুলপুর থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাঁকে আটক করেন। পরে ওই মহিলা চুরির কথা স্বীকার করলে তাঁকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement