উদ্ধার কাঠবোঝাই লরি। নিজস্ব চিত্র
শালগাছের গুঁড়ি বোঝাই ট্রাক আটক করলেন বনকর্মীরা। বুধবার এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানের চাকাডোবায়। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার কাঠ।
রাজ্যে কার্যত লকডাউনের সুযোগ নিয়ে ট্রাক বোঝাই করে পাচার করা হচ্ছিল শালগাছের গুঁড়ি। কিন্তু বনকর্মীদের তৎপরতায় তা ধরা পড়ে গেল। বুধবার বনকর্মীদের কাছে খবর আসে, শালগাছের গুঁড়ি বোঝাাই একটি ট্রাক ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিয়েছে। এই খবরের ভিত্তিতে বনকর্মীরা ধাদকা মোড় এবং বুড়িগড়ার মাঝের রাস্তায় ওত পেতে ছিলেন। কাঠ মাফিয়াদের বাইক পেরিয়ে যাওয়ার পর ওই ট্রাকটি পৌঁছনোমাত্রই সেটি আটক করা হয়। তবে ট্রাকচালক এবং খালাসি পলাতক। শালগাছের ২০টি গুঁড়ি বোঝাই ওই ট্রাকটি আটক করেছেন বনকর্মীরা।
বান্দোয়ান এক নম্বর রেঞ্জের আধিকারিক বিনয় মাহাতো বলেন, ‘‘শালগাছের গুঁড়ি বোঝাই একটি গাড়ি আটক করা হয়েছে। এই কাঠের বাজারমূল্য লাখখানেক টাকা। নিয়ম অনুযায়ী গাড়ির মালিককে নোটিশ পাঠানো হয়েছে।’’