Accident

ট্যাঙ্কারের ধাক্কায় মাটিতে পড়তেই চাকায় পিষে গেল সপ্তম শ্রেণির ছাত্রের মাথা, বিপত্তি পুরুলিয়ায়

সোমবার দুপুরে পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজের কাছে ঘটে ওই দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজদীপ গায়েন (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র সাইকেলে করে টিউশনি থেকে বাড়ি ফিরছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৭:২৪
Share:

দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু। প্রতীকী চিত্র।

ট্যাঙ্কারের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের দেহ। রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে পুরুলিয়া শহরে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনায় পর চম্পট দিয়েছে ট্যাঙ্কারটি। তার সন্ধানে নেমেছে পুলিশ।

Advertisement

সোমবার দুপুরে পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজের কাছে ঘটে ওই দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজদীপ গায়েন (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র সাইকেলে করে টিউশনি থেকে বাড়ি ফিরছিল। সেই সময় একটি ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। রাজদীপের বাড়ি পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের চুনাভাটিতে। সন্দীপ সহিস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই ছাত্রটি পাশ কাটিয়ে বেরোতে গেলে একটি ট্যাঙ্কার তাকে ধাক্কা মেরে চলে যায়।’’ সন্দীপের অভিযোগ, ‘‘শহরের এই ব্যস্ততম রাস্তায় ভারী যানবাহন চলাচল করছে অথচ সেগুলির গতি নিয়ন্ত্রণের বিষয়টা পুলিশ দেখছে না।’’

দেবাশিস সহিস নামে পুরুলিয়া আর এক বাসিন্দা বলেন, ‘‘রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়েছিল। সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে যান পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি। তিনি শহরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং যানজট কাটানোর আশ্বাস দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement